পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৪২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্মৃতির রেখা te ছাত্রটি যেমন কচি, সুন্দর, ঐ রকম অবোধ শত শত অনাগত শিশুমনের জন্যে উত্তরকালে আমায় কি দেবার থাকবে ? আমি বেশ কল্পনা করতে পারি, শত শত কি সহস্ৰ বৎসৱ পরেও এমন কেউ কেউ ওদের মধ্যে থাকবে যে হয়তে শাস্তু পৰ্ব্বতের ছায়ায়, নিৰ্জন সন্ধ্যায় শান্তিপূর্ণ কোনো গ্ৰাম্য নদীতীরে, অথবা অন্ধকার গহন-রাত্রে শিশিরভেজা ঘাসের উপর, তারায় আলোয় শুয়ে ওয়া এইগুলি পড়বে। আর মনে আনন্দ, বল, উৎসাহ আলো পাবেএই তো জনসেবা, পৃথিবীতে এসে এই করেই তো সার্থকতা—একশত বৎসর পরে আমায় uu Y DBB DBLBBBES SYYS KDDB SzYY BDD BBB DBBDuYB DDD যাবে।--তবে কি রেখে যাবে আমার স্কুথের মত দুঃখী ঐ সব অনাগত কচি কঢ়ি শিশুমানগুলির খোরাকের জন্তে ? কি রেথে যাবো ? কি সম্পত্তি কি heritage তাদের জঙ্গে দেবো ? শাস্তু, আঁধার অপরাত্ত্বে বাড়ীয় পিছনের বন যখন সন্ধ্যার অন্ধকারে ঢেকে আসে, পুরোনো নানা ধরা দেওয়ালের কোণে যখন বাদুড়ের দল হুটপাট করতে শুরু করে নদীর ওপারে। শিমুলগাছের মাথা থেকে শেষ বৈকালের মান রোদের ছায়াও যখন মিলিয়ে যায়, তখন বহু দূর, ভবিষ্যতের রাশি রাশি ফুলের মত মুখ, শিল্পীষের পাপড়ির মত নরম এই সব অনাগত বংশধরগণের কথা মনে পড়ে। এই সন্ধ্যার মত অন্ধকারও ওদের মধ্যে কত ছেলের জীবনে আসবে। সন্ধ্যায় এখন আকাশে যেমন জলজলে শুকতারা সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গেই আসে। আবার সুৰ্য্যের প্রথম আলোর আগেই মিলিয়ে যান্স, ওদের জীবনেও অমনি দুঃখরাত্রের সত্যের উজ্জল শুকতারা যদি না ফোটে তো কে তাদের আশা দেবে ? তাই কিছু করে যেতে হবেজীবনটা ছেলেখেলার জিনিষ নয়। এটা একটা serious জিনিস। যারা হেসে খেলে তুচ্ছ আমোদ-প্ৰযোদে স্মৃষ্টি করে কাটালে তাদের কথা ধরি না, কিন্তু যারা জীবনটাকে serious ভাবে নিতে যায়, নিঃস্বাৰ্থ ভাবে নিজের সুখ না দেখে, তাদের উf $ত এই উত্তরকালের শিশু, বুদ্ধপৌত্র, অতিবৃদ্ধপ্রপৌত্ৰগণের জন্য কিছু সঞ্চয় করে যাওয়া। এতে আপন পর কিছু নেই, কি তুমি দেবে এদের ? এদের জন্যে কি রাখছো তুমি ? জীবনের mission কি তুমি অবহেলা করবে ? উপেক্ষা করে ভগবানের পবিত্র মহৎ দানকে শায়ে দলে যাবে ? কোনো কাৰ্য্য কর বললেই করা হয় না, এ জিনিস সহজ নয়। অনেকদিন ধরে ভাবতে হয়, বাইরের কোনো জিনিস থেকে বাধা বিয়া না আসে। চিw! ; শুধু গভীর চিন্তা অনবরত Bu BuSDLD EDBB gttu BBDL BD DBD LLLL0S LLLLLLLlLLLLLLL BDB BDBDBOLO তার নাগাল পাওয়া যাবে না, যা কিনা হয়ত এক বৎসরের নির্জনবাসেই আসতে পারত, .. "By keeping it constantly before one's mind. By always thinking and thinking upon it, much is done under these conditions--- much might be sacrificed to obtain these conditions. জনসেবার জঙ্গে Bacrifice কয়বার ঘদি প্রয়োজন হয়, তবে এণ্ড এক জনসেবা, এর জন্যেও