পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৫২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্ৰন্থ-পরিচয় 89 “আমার লেখা “আমার লেখা” রচনাটি প্রথমে 'নবাগত" গল্প-গ্রন্থে প্ৰকাশিত হয় ( প্ৰকাশকাল ঃ ২৫ জানুয়ারী, ১৯৫৪)। ১৯৪৫ সালের ৯ জুন কলিকাতা কেন্দ্ৰ হইতে এক বেতার-ভাষণে তিনি রচনাটি প্রচার করেন। পরে ‘গল্প-পঞ্চাশং গ্রন্থের মুখবন্ধ রূপে উহা মুদ্রিত হয় (পৌষ, ১৩৬৩, ইং ১৯৫৬) । বিভূতিভূষণের প্রবন্ধ, অভিভাষণ ও পত্র-সংগ্ৰহ একত্র করিয়া ১৩৬৮ সালের ২৮ ভাদ্র “আমার লেখা” নামে একটি পুস্তক প্রকাশিত হয়। “আমার লেখা” রচনাটি উক্ত গ্রন্থের প্রথম রচনা হিসাবে মুদ্রিত হইয়াছিল। (দ্রঃ পুস্তক পরিচয়, মেঘময়ার) । 5शैौम्। "jjांश्च পরিশিষ্ট “ዏigቀቑ ❖ዥ5isስ” কবিগুরু রবীন্দ্ৰমাখকে লেখা প্ৰিভুতিভুষণের পত্ৰ कृजिकiट প্যারাডাইস লিজ ৪১, মৃঙ্গাপুর ট্রীট, Yv» ISIDO» শ্ৰীচরণ কমলেষু, আপনাকে কোনোদিন পত্র লিখিনি, এজন্য প্রথম পত্র লিখতে কেমন একটু ভয় ভয় করে। এবার ভেবেছিলাম। আপনার সঙ্গে আর একবার দেখা করি, কিন্তু দাৰ্জিলিং থেকে ফেরবার কোনো সংবাদ পাইনি। আশা করি আপনার স্বাস্থ্য পূৰ্ব্বাপেক্ষ ভালো। গত শ্ৰাবণ মাসে একবার জোড়াসাঁকোয় বাড়ীতে গিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করি, সে সময় আমার ‘পথের পাঁচালী’ সম্বন্ধে বি লিখতে আপনাকে অনুরোধ করেছিলাম, কিন্তু তখন আপনার শরীয় ভালো ছিল না বলে তারপর এ নিয়ে আর কোনো কথা ওঠাইনি। আর একখানা ছোট গল্পের বই বার করেচি, সেখানাতে আগের লেখা গোটা দশেক গল্প আছে-স্কুটো ছাড়া বাকীগুলো প্ৰবাসীতে বার হয়েছিল। সব গল্পই ‘‘পথের পাঁচালী’’ লিখবার আগে লেখা-অনেক ক্ষেত্রে ৬৭ বছর আগেও লেখা। "উপেক্ষিতা' গল্পটী বইয়ে দেওয়ার