পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

yo বিভূতি-রচনাবলী উঠিয়াই তখনি থামিযা যাইবার শব্দ। কৌতুহলী মাঝিরা ব্যাপায় কি দেখিবার জন্তু কাশঝোপের আড়ালটা পার হইতে না হইতে কি যেন একটা হুড়মা করিয়া চর হইতে জলে গিয়া ডুব দিল। চরের সেদিকটা জনহীনা-কিছু কাহারও চোখে পড়িল না । কি ব্যাপাৱ ঘটিবাছে, কি হইল, বুঝিবার পুর্বেই বাকি দাড়ি-মাঝি সেখানে আসিয়া EELS BBBBK BtD gB BBD BB BBBS DDLL DBD DCBS BBB BB ggMS মাত্র পুত্র নৌকাতে ছিল, সে বই? জানা গেল বুদ্ধনের বিলম্ব দেখিয়া সে খানিকক্ষণ আগে জ্যোৎস্নায চরের মধ্যে বেড়াইতে বাহির হইঘাছে। দাড়ি-মাঝিদের মুখ শুকাইয়া গেল, এদেশের নোনা গােঙ সমূহের অভিজ্ঞতাষ তাহারা বুঝিতে পারিল কাশীবনের আড়ালে বালিয় চরে বৃহৎ কুমীর শুইযা ওৎ পাতিথা ছিল। ডাঙা হইতে বীৰক বায়ের পুত্রকে লইয়া গিযাছে। তাহার পর অবঙ্গ যাহা হয হইল। নৌকার লগি লইযা এদিকে ওদিকে খোঁজাখুঁজি করা হইল, নৌকা ছাডিয়া মাঝনদীতে গভীর রাত্ৰি পৰ্য্যন্ত সকলে সন্ধান করিয়া বেড়াইল—তাহার পর কাল্পাকাটি, হাত-পা ছোড়াছুড়ি । গত বৎসর দেশেব ঠাকুরব্বি পুকুরের মাঠে প্ৰায় এই সময়ে যে ঘটনা ঘটিষাছিল যেন এক অদৃশ্য বিচারক এ বৎসর ইছামতীর নির্জন চয়ে তাহার বিচার নিম্পন্ন করিলেন। মূর্থিবীক রাষ্য ঠেকিযা শিখিলেন যে, সে অদৃষ্ট ধৰ্ম্মাণিকরণের দাওকে ঠাকুরবি পুকুরের শুমাঘাসের দামে প্রতারিত করিতে পারে না, অন্ধকারেও তাঁহা আপন পথ চিনিষা লয়। t বাড়ী আসিষা বীকি রাষ। আর বেশী দিন ধাঁচেন নাই। এইরূপে তাহার বংশে এক অদ্ভুত ব্যাপারের সূত্ৰপাত হইল। নিজের বংশ লোপ পাইলেও তীব্রাহার ভাইয়ের বংশাবলী ছিল। কিন্তু বংশের জ্যেষ্ঠ সন্তান কখনও যাচিত না, সাবালক হইবার পূর্কেই কোন না-কোন রোগে মারা ঘাইত। সকলে বলিল, কংশে ব্ৰহ্মশাপ ঢুকি গাছে । হরিহর রায্যের মাতা তারকেশ্বর দর্শনে গিয়া এক সন্ন্যাসীয় কাছে কঁাঙ্গাকাটা করি যা একটি মাদুলি পান। মাদুলির গুণেই হোক, বা ব্ৰহ্মশাপের তেজ দুই পুরুষ পরে কপূরের মত উবিখ্যা ধাওযার ফলেই হৌক, এত বয়সেও হরিহর আজও বঁচিপা আছে। তৃতীয় পরিচ্ছেদ দিনকতক পাৱে । খুকী সন্ধ্যার পর গুইসা পড়িষাছিল। বাড়ীতে তাহার পিলিমা নাই, অন্ধ দুই মাসের উপর হইল একদিন তাঙ্গাল মায়ের সঙ্গে কি ঝগড়া-কঁটি হওযার পর রাগ করিষা দূরত্ব গ্রামে কোন এক আত্মীয়াবাড়ীতে গিগা আছে। মাসেরও শরীর এতদিন বড় অপটু ছিল বলিয়া তাহাকে দেখিবায়ও কোন লোক নাই। সম্প্রতি মা কাল হইতে লাতুভ ঘৱে ঢোকা পৰ্য্যস্ত সে কখন খাষ কখন শোয় তাহ কেহ বড় দেখে না।