পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S& विडूडि-ब्रष्नांत्रौ এনেচে কিনা জিজেস করো না তোমার ননদকে ! সকালবেলা কি মিথ্যে বলতে এলাম দুটো পয়লার জঞ্জি ? চার পয়সার কমে আমি দেবো না-বললে বুডোমানুব খাবার ইচ্ছে হয়েছেতা ঘাঙ্ক দু’পয়সাতেই রাগে সৰ্ব্বজয়ার মুখ দিয়া কথা বাহির হইল না ; নোনার মত ফল, ঘাহা কিনা এত অপৰ্য্যাপ্ত বনে জঙ্গলে ফলে যে, গরু বাছুরের পর্য্যন্ত খাইয়া অরুচি ধরিয়া যায়, তাহা আবার পয়সা দিয়া কিনিয়া খাইবার লোক যে পাডাগায়ে আছে, তাহা সৰ্ব্বজয়ার ধারণায় আসে না। ঠিক এই সময় ইন্দির বুড়ী কোথা হইতে আসিয়া উপস্থিত হইল। সৰ্ব্বজয় তাহার উপায়। যেন কঁপাইয়া পড়িয়া বলিল-বলি ইথােগা, তিন কাল গিয়েচে এককালে তো ঠেকেচ, যার ব’লে খাই তার পয়সার তো একটু দুখ-দয়াদ করে চলতে হয় ? নোনা গিয়েচ। কিনতে ? কোথা থেকে তোমায় বসিয়ে আঞ্জা নোনা কাল দানা খাওয়াব ? শখের পয়সা নিজে থেকে নিয়ে দাওগে ঘাও, পরের ওপর দিয়ে শখ করতে লজ্জা হয় না ? বুড়ীর মুখ শুকাইয়া গিয়াছিল, একটুখানি হাসি আনিবার চেষ্টা করিয়া বলিল-তা দে বেী-পাকা নোনাঙ্গা, তা ভাবলাম নিই খেয়ে, কড়া দিনই বা বাঁচবো ? তা দিয়ে দে দুটা - সৰ্ব্বজয়া চতুণ্ডাৰ্ণ চীৎকার করিয়া বলিল-বড় পয়সা সস্তা দেখোঁচ কিনা! নিজের ঘটি-বাট আছে বিক্ৰী করে দাও গিয়ে পয়সা পরে সে ঘড়া লইয়া থিডকী দুয়াৱ দিয়া ঘাটের পথে বাহির হইয়া গেল। দাসী খানিকটা দাড়াইয়া থাকিয়া বলিল-আমার নাকে খৎ কানে থাৎ, জিনিস বেচে এমন হয়ৱান তো কখনো হইনি ! তোমায়ও বলি ইন্দির পিসি, নিজের পয়সাই ধদি না ছিল। তবে তোমায় কাল নোনটা আনা ভাল হয়নি বাপু, ও-রকম ধাৱে জিনিসপত্তর আর এনে না। তা তোমাদের ঝগড়া তোমরা কর, অামি গরিব লোক, ও বেলা আসবো, আমার পয়সা দুটো বাপু ফেলে দিও দাসীয় পিছু পিছু খুকী বাড়ীর বাহিরের উঠান পৰ্যন্ত আসিল। বলিতে বলিতে আসিলপিসিমা বুড়ো মানুষ, একটা নোনা -এনেচে, তা বুঝি বকে ? খেতে ইচ্ছে হয় না, ইত্যা দাসীপিসি ? বেশ নোনা, আমায় আধখানা কাল দিয়েছে-তোমার বাড়ী বুঝি গাছ আছে পিসী -পরে সে ডাকিয়া কহিল-শোনো না দাসী পিসি, আমি একটা পয়সা দেবো এখন, পুতুলের বাক্সে আছে, মা ঘরে চাবি দিয়ে ঘাটে গেল, এলে মুকিয়ে দেবো এখন, মাকে বোলো না যেন পিসি । দুপুরের কিছু পূর্বে ইন্দির বুড়ী বাড়ী হইতে বাহির হইয়া যাইতেছে। 'বাঁ হাতে ছোট একটা ময়লা কাপডের পুটুলি, ডান হাতে পিতলের চাদরের ঘটটা ঝুলানো, বগলে একটা পুৱানো মাদুর, মাতুরের পাড় ছিড়িয়া কাটিগুলি ফুলিতেছে। খুকী বলিল, ও পিসি, ঘাস্নে-ও পিসি, কোথায় যাবি ? পরে সে ছুটিয়া আসিয়া মায়ূরের পিছনটা টানিয়া ধরিল। তুই চলে গেলে আমি কঁাদবো পিসি-ঠিক