পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাঙ্গীপাড়া হইতে শিক্ষকতার কার্য লইয়া সোনারপুর হরিনাভিতে যান। এখানেই ঘটনাচক্রে উহার সাহিত্যিক-জীবনের উন্মেষ ঘটে । তাঙ্ক তিনি স্বলিখিত ভাষণ “আমার লেখা”য় বর্ণনা করিয়াছেন । এখানে থাকিতেই তঁহার প্রথম গল্প “উপেক্ষিতা।” প্রবাসী’তে প্ৰকাশিত হয় (বঙ্গাব্দ মাঘ, ‘ ৩২৮ ) । মাঝে কিছুকাল তিনি “গোরক্ষিনীসভাৱ” ভ্ৰাম্যমাণ প্রচারক হিসাবে বঙ্গ আসাম ত্রিপুরা এবং নিম্ন বর্মার আরাকান অঞ্চলে ব্যাপক DBBD BBDBO YBDSS BD uBBBBS DB BDBB SiiBDBBBS sBLSS LBBDBLSS S SBBBB ঘোষের বাড়িতে সেক্রেটারীর কাধ ও গৃহ-শিক্ষকতা এবং খেলাত ঘোষ এস্টেটের অ্যাসিসটেন্ট ম্যানেজার হিসাবে ভাগলপুর সার্কেলের ভারপ্রাপ্ত হইয়া কাষ করিলেও তিনি মৃত্যুকাল পর্যন্ত প্রধানত শিক্ষকতাই করিয়া গিয়াছেন। জাঙ্গীপাড়া এবং সোনারপুর হরিনাভিতে শিক্ষকতা B D KL BBE DBS YuBD LLLLLS SBDD suDYS gB ssBDDLLT মেমোরিয়াল স্কুলে শিক্ষকতা করেন। যুদ্ধের সময় ওখানের চাকরি ছাড়িয়া দেশে চলিয়া যান। সেই সময় হইতে জীবনের শেষ দিন অবধি গোপালনগর স্কুলে শিক্ষকতা করিয়াছিলেন । প্ৰথমা পত্নীর মৃত্যুর পরে তিনি কিছুদিন প্ৰায় সন্ন্যাসীর জীবন যাপন করেন। বস্তুত এই সময়ই তঁহার আধ্যাত্মিক জীবনের বিকাশ আরম্ভ হয়। স্বীর চিন্তাতেই তিনি গভীর ভাবে পরলোক্যতত্ত্ব অধ্যয়ন শুরু করেন । প্ৰথমা স্ত্রীর পরলোকগমনের বহুদিন পরে বঙ্গাব্দ ১৩৪৭ সালের ১৭ অগ্রহায়ণ (; ৩ ডিসেম্বর, ১৯৪০ ) ফরিদপুর জেলার ছয়গাও নিবাসী ষোড়শীকান্ত চট্টোপাধ্যায়ের দ্বিতীয় কন্যা রমা। দেবীকে (ডাকনাম কল্যাণী ) বিবাহ কবেন । বিবাহের সাতবৎসব পাবে পুত্ৰ তারাদাস ( ডাকনাম বাবলু) জন্মগ্রহণ করে । তৎপূর্বে রূম দেবী দুইটি মুত কন্যাসস্থান প্রসব করিয়াছিলেন। জীবনের শেষ দশ বৎসব বিভূতিভূষণ পৃষ্ঠাহাব অতিপ্ৰিয বারাকপুব গ্রামে সখীক বাস করিয়াছিলেন। তিনি কঁহাদের পৈতৃক ভিটার কাছে একটি পুরানো একতলা বাড়ি ক্রয় করেন। ১৯৪২ সালে সেই বাড়ি মেঘামত করিয়া সঙ্গীক সেইখনে আসিয়া ওঠেন । উক্ত বাড়ির বরাদ্দাবি আচ্ছাদন হিসাবে খণ্ড ব্যবহার করা হইয়াছিল । তিনি পাকা ছাদ করিতে দেন নাই। বাবান্দায় একটি ঠেস দেওয়াল ছিল। বিশ্রামের নিরন্স মূহুর্তগুলিতে ঠোঁস-দেওয়ালে হেলান দিয়া তোমাক খাইতেন এবং গল্পগুজব কবিতেন । বিভূতিভূষণের প্রিয় ফল ছিল শ্যাম ও কঁঠাল। তিনি চাপা, বকুল এবং শেফালি ফুল ভালোবাসিতেন। বািন্তপুষ্পের মধ্যে ঘেটু ও ছোট এড়াধি ফুল তাহার প্রিয় ছিল। তাহা ছাড়া দীর্ঘশীর্ষ বনস্পতি উহাকে খুব আকর্ষণ কন্বিত। মেঘমুক্ত রৌদ্রোজ্জল দিনই তিনি ভালেBBOO S SDD SBBY BBL0L DB BDBD DDSS SBD LB DBB সাহিত্য ছাড়াও-আকাশতত্ত্ব, জীববিজ্ঞান ও উদ্ভিদ বিস্কার বই তাতার প্রিয় ছিল। শেষের দিকে পরলোকতত্বের বই সঙ্গন্ধে তিনি খুব আগ্রহী হষ্টিয়া উঠিয়াছিলেন । এ বিষয়ে