পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विट्रडि-ब्रध्नांवणी অপু লিঙ্গায় তাড়াতাড়ি নাকেয় ভগা হইতে ফুলের কুঁড়ি খুলিয়া ফেলিল h-বলিল-ঐ দিদি। পরিষয়ে দিয়েছে দুৰ্গা হঠাৎ বলিয়া উঠিল-চলৱে অপু, ঐ কোথায় ডুগডুগী বাজিচে, চল, বাদয় খেলাতে এলেচে ঠিক, শীগগির আয় আগে আগে দুৰ্গা ও তােহাৱা পিছনে পিছনে অপু দুটিয়া বাটীর বাহির হইয়া গেল। সম্মুখের পথ বাহিয়া, বঁাদের নয়, ও-পাড়ার চিনিবাস ময়রা মাথায় করিয়া খাবার ফেরি করিতে বাহির হইয়াছে। ও-পাড়ায় তাহার দোকান, তা ছাড়া লে আবার গুড়ের ও ধানের ব্যবসাও করে। কিন্তু পুজি কম হওয়ায় কিছুতেই সুবিধা কৰিতে পারে না, অল্পদিনেই ফেল মারিয়া বসে। তখন হয়তো মাথায় করিয়া হাটে হাটে আলু-পটল, কখনও পান বিক্রয় করিয়া বেড়ায় । শেষে তাতেও যখন সুবিধা হয় না, তখন হয়তো সে বুলি ঘাড়ে করিয়া জাত-ব্যবসা আরম্ভ করে। পরে হঠাৎ একদিন দেখা যায় যে, আবার পাথুরে চুন মাথায় করিয়া বিক্রয় করিয়া BBBDD S BDB BBBDE BDB L DD BDBDB DDD DS DD DuBDDD বিক্রয় করিতে দেখা যায় নাই। কাল শহর, লোকে আজ হইতেই মুড়কী সন্দেশ করিষা রাখিবে। চিনিবাস হরিহর রায়ের দুয়ার দিয়া গেলেও এ বাড়ী চুকিল না। কারণ সে জানে এ বাড়ীর লোক কখনো কিছু কেনে না। তবুও দুর্গ-অপুকে দরজায় দাড়াইয়া থাকিতে দেখিযা জিজ্ঞাসা করিল-চাই নাকি ? অপু দিদির মুখের দিকে চাহিল। দুৰ্গা চিনিবাসের দিকে ঘাড নাডিযা বলিল-না- চিনিবাস ভুবন মুখুয্যের বাড়ী গিয়া মাথায় চাঙায়ী নামাইতেই বাড়ীর ছেলেমেঘেরা কলরব করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাড়াইল। ভুবন মুখুয্যে অবস্থাপন্ন লোক, বাড়ীতে পাঁচ ছয়টা গোলা আছে, এ গ্রামে। অন্নদা রায়ের নীচেই জমিজমা ও সম্পত্তি বিষয়ে তঁহার নাম করা যাইতে পাৱে । ভুবন মুখুয্যের স্ত্রী বহুদিন মারা গিয়াছেন। বর্তমানে তঁহার সেজ ভাইযের বিধবা স্বী এ সংসারের কািন্ত্রী। সেজ-বৌ-এর বয়স চল্লিশের উপর হইবে, অত্যন্ত কঙা মেজাজের মানুষ বলিয়া উহার Qif its সেজ-বেী একখানা মাজা পিতলের সরায় করিয়া চিনিবাসের নিকট হইতে মূড়কী, সন্দেশ, বাতাসা, দশহরা পূজার জন্য লাইলেন। ভুবন মুখুয্যের ছেলেমেয়ে ও তঁহার নিজের ছেলে সুনীল সেইখানেই দাড়াইয়া ছিল, তাহায্যের জঙ্গও খাবার কিনিলেন। পরে অপুকে সঙ্গে লইয়া দুৰ্গা চিনিবাসের পিছন পিছন ঢুকিয়া উঠানে আসিয়া দাড়াইয়া আছে দেখিয়া সেখ-বেী নিজের ছেলে মুনীলের কাধে হাত দিয়া একটু ঠেলিয়া দিয়া বলিলেন-ধাও না, রোয়াকে উঠে গিয়ে খাও না। এখানে ঠাকুরের জিনিস, মুখ থেকে ফেলে এটা করে বসবে।-- চিনিবাল চাঞ্জাৱী মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়ী চলিপি। দুর্গ বলিল-আয় অপু, চল দেখিগে টুদের বাড়ী