পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 বিভূতি-রচনাবলী সৰ্ব্বজম্বা একবাট দুধ-ভাত মাখিবা পুত্রকে খাওয়াইতে বসিল । দেখি ই কৰ-তোমার কপালখানা-মণ্ডল না মেঠাই না, দুটো ভাত আয় ভাত-তা ছেলের দৃশ দেখলে হযে, আগে —রোজ ভাত খেতে বলে মুখ কঁচুমাচু-বাচৰে কি খেষে ? বাঁচতে কি এসেচ ? আমায় জালাতে এসেচ বৈ তো নয়-ও-রকম মুখ ঘুরিও না, ছিঃ-ই করে লক্ষ্মী-দেখি এই দলটাে হলেই হোঁয়ে গেল-আবার ওবেলা টুলুদের বাড়ী মনসার ভাসান হবে। তুই জানিল নে বুকি ? শীগগির শীগগির খেয়ে নিষে চলে । আমরা সব দুৰ্গা বাড়ী চুকিল। কোথা হইতে ঘূরিষা আসিতেছে। এক-পা ধূলা, কপালের সামনে এক-গোছা চুল সোজা হুইহা প্ৰাষ চার আঙুল উচু হইযা আছে। সে সব সময় আপন মনে ঘুরিতেছে-পাড়ায সমবাসী ছেলেমেযের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই—কোখাধ কোন ঝোণে বৈঁচি পাকিল, কাব্দের বাগানে কোন গাছটােয অ্যামের গুটি ধাবিষাছে, কোন বঁাশতলায্য শেযাকুল থাইতে মিষ্ট-এ সব তাহার নখদৰ্পণে। পথে চলিতে চলিতে সে সৰ্ব্বদা পথের দুই পাশে সতর্ক দৃষ্টিতে চাহিয। দেখিতে দেখিতে চলিযাছে।-কোথাও কঁাচপোকা বসিযা আছে কি না। যদি কোথাও বান্টিকারী গাছের পাকা ফল দেখিতে পাইল, তৎক্ষণাৎ খেলাঘরের বেগুন করিবার জন্তু তাহা তুলিতে বসিযা ধাইবে । হবতো পথে কোথাও বসিযা সে নানারকমের খাপরা লইয়া ছুড়িযা পৰীক্ষা করিষা দেখিতেছে, গঙ্গা-যমুনা খেলাষ কোনখানায় ভাল তাক হয়-পরীক্ষাব্য যেখানা ভাল বলিযা প্রমাণিত হুইবে, সেখানা সে সযত্নে আঁচলে। বঁধিযা লইবে । সৰ্ব্বদাই সে পুতুলের বাক্স ও খেলাঘরের সবঞ্জাম লইষা মহাব্যন্ত । সে ঢুকিয়া অপরাধীর দৃষ্টিতে মায়ের দিকে চাহিল। সৰ্ব্বজন্য বলিল-“এলো? এসো, ভাত তৈরী । খেয়ে আমায় উদ্ধাৱ করে-তারপর আবার কোনদিকে বেরুতে হবে বেরোও । বোশেখ মাসের দিন সকলের মেযে স্থাখো গে বাও সেঁজুতি কৱচে, শিবপুজো কল্পচে-আয় অতিবড় ধাড়ী মেযে-দিন-রাত কেবল টো টো । সেই সকাল হতে না হতে বেরিয়েচে, আর এখন এই বেলা দুপুর ঘুরে গিযেছে, এখন এল বাড়ী-মাথাটার ছিরি অ্যাথো না। না একটু তেল দেওয, না একটু চিরুনি ছোযানো-কে বলবে বামুনের মেযে, ঠিক যেন দুলে কি বাগদীদের কেউ-বিযেও হবে ঐ দুলে-বাগীদের বাড়ীতেই-আঁচলে ওগুলো কী ধনদৌলত 夺饵一〔钟呀一 দুৰ্গা ভয়ে ভালে আঁচলের খুটি খুলিতে খুলিতে কহিলা-ওই রায-কাকাদের বাষ্ঠীর সামনে কালকাস্কন্দে গাছে-পরে ঢ়োক গিলিয়া কহিল-এই অনেক বেনেবোঁ তাই বেনেবোয়ের কথাষ হৃদয় গলে না। এমন পাষাণ জীবও জগতে অনেক আছে। সৰ্ব্বজয়া তেলে-বেগুলো জলিলা কহিল-তোর বেনেবৌয়ের না নিকুচি করেছে, যােত ছাই জীয় অলসো স্নাতদিন বেঁধে নিযে ঘুরচেন--আজি টান মেরে তোমায় পুতুলের বাক্স ঐ বঁশতলায় ভোবায় যদি না ফেলি। তবে--- সৰ্ব্বজয়ায় কথা শেষ হুইবার পূৰ্বেই এক ব্যাপার ঘটিল। আগে আগে ভুবন মুখুয্যের বাড়ীয় সেজ-ঠাকুরুণ, পিছনে পিছনে তঁহার মেয়ে টুল ও দেওরের ছেলে সত্যু, তাহাদের