পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q38 বিভূতি-রচনাবলী বড়, তাহদের কাছে আজীবন সে ছোট হইয়াই আসিতেছে—আজ চড়া গলায় তাহাদের সঙ্গে কথা কহিবার সাহস তাহার আসিবে কোথা হইতে ? সেরকম স্বরে বলিল—না না, রাগ করচো কেন পদ্ম দিদি--অামি এমনিই বলচি, বাসন নিতে যখন তুমি দ্যাথোনি—তখন আমি গরীব বামুন, তোমাদের দোরে দুটো করে খাই— কেন অার অামাকে— 鹼 এইবার বেচু চকত্তি কথা বলিলেন । একটু নরম স্বরে বলিলেন—ষাকৃ, যাক, কথা কাটাকাটি ক’রে লাভ নেই। আমার বাসন তাতে ফিরবে না। দুজনেই থামো । তারপর তুমি বলচ কি এখন হাজারি ? —বলচি, কর্তা, আমায় যেমন পায়ে রেখেছিলেন, তেমনি পায়ে রাখুন। নইলে না খেয়ে DDS BBS BBS CBB BBB BSBB BB BBBS BBBB BBB BB BBB পারতাম না আর । পদ্ম ঝি বলিল—চোর কিনা সে কথায় দরকার নেই—কিন্তু তোমার এখানে জায়গ৷ অ৷র হবে না । তা হোলে খদের চলে যাবে । বেচু বলিলেন—তা ঠিক —খদের চলে গেলে হোটেল চালাবো কি ক’রে আমি ? হাজারি এ যুক্তির অর্থ বুঝিতে পারিল না। হোটেলের ঠাকুর চোর হইলে সে না হয় হোটেলের জিনিস চুরি করিতে পারে, কিন্তু খরিদারদের গায়ের শাল খুলিয়া বা তাহদের পকেট মারিয়া লইতেছে ন। তো—তবে খরিদারের আসিতে আপত্তি কি ? কিন্তু হাজারি এ প্রশ্ন উঠাইতে পারিল না। তাহার জবাব হইয়া গেল। সে কিছু থাইয়াছে কি না এ কথাও কেহ জিজ্ঞাসা করিল না । অবশেষে সে বলিল—তা হোলে আমার মাইনেটা দিয়ে দিন বাবু, দু’মাসের তো বাকী পড়ে রয়েচে, হাওলাত নেই কিছু। খাতা দেখুন। বেচু চক্কত্তি বলিলেন—সে এখন হবে না, এর পরে এসে । পদ্ম একটু বেশী স্পষ্ট কথা বলে । সে বলিল—ওর আশা ছেড়ে দাও, মাইনে পাবে না | — কেন পাব না ? পদ্ম বাঝের সঙ্গে বলিল—সে তক্‌কো তোমার সঙ্গে করবার সময় নেই এখন ৷ পাবে না মিটে গেল । নালিশ করে গিয়ে—আদালত তো থোলা রয়েচে । হাজারি চক্ষে অন্ধকার দেখিল । বেচু চৰুত্তির দিকে চাহয় বিনীত স্বরে বলিল—কৰ্ত্তামশায়, আজ আপনার দোরে ছ'বছর খাটf১ । আমার হাতে একটিও পয়সা নেই-বাড়ীতে দুমাল খরচ পাঠাতে পারিনি, বাড়ী যাবার রেলভাড়। পৰ্য্যস্ত আমার হাতে নেই—আমায় কিছু না দিলে না খেয়ে মরতে হবে । বেচু চকত্তি দ্বিরুক্তি না করিয়া ক্যাশবাক্স খুলিয়া একটি আধুলি ফেলিয়া দিয়া বলিলেন—