পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদর্শ হিন্দু হোটেল sł -—ওই নিয়ে যাও । এখানে ঘ্যান ঘ্যান কোরো ন+থদের আসতে আরম্ভ করচে, বাইরে স্বাও গিয়ে— হাজারি অাধুলিট কুড়াইয়া লইয়া চাদরের খুটে বাধিল । তারপর হাত জোড় করিয়া মাজ হইতে শরীরটা খানিকটা নোয়াইয়া বেচু-চকত্তিকে প্রণাম করিয়া জাবার সোজা হুইয়া দাড়াইয়া কাচুমাচু হইয়া বলিল, তাহোলে বাবু, মাইনের জন্যে কবে আসবো ? ——এসো—এসে এর পরে যখন হয় । সে এখন দেখা যাবে ইহা যে অত্যন্ত ছেদো কথা হাজারির তাহা বুঝিতে বিলম্ব হইল না। বরং পদ্ম ঝি স্বাহ বলিয়াছে তাহাই ঠিক । মাহিনী ইহারা তাহাকে দিবে না। তাহার মাথায় আসিল একৰায় শেষ চেষ্টা করিবে। মরীয়ার শেষ চেষ্টা। বেচু চকত্তির নিকট হইতে বিদায় লইয়া সে পিছন দিয়া হোটেলের রান্নাঘরে আসিল । সেখানে পদ্ম ঝি একটু পরে আপিতেই সে হাত জোড় করিয়া বলিল—পদ্মদিদি, গরীব বামুন-চাকুরি করচি এতকাল, একথানা রেকারী কোন দিন চুরি করিনি। আমি বড় গরীব। তুমি একটু বলে কৰ্ত্তামশাইকে আমার মাইনের ব্যবস্থা করে দেও—নইলে বাড়ীতে ছেলেপুলে না খেয়ে মরবে। এই আধুলিটা সম্বল, দোহাই বলছি রাধাবল্লভের—এতে আমি কি খাবো, আর রেলভাড়া কি দেবে, বাড়ীর জন্তেই বা কি নিয়ে ষাবো । —আমি হোটেলের মালিক নই যে তোমায় টাকা দেবো । কৰ্ত্তামশায় বা বলেচেন তার ওপর আমার কি কথা আছে ? —দয়া করে পদ্মদিদি তুমি একবার বলো ওঁকে । না খেয়ে মারা যাবে ছেলেপিলে । —কেন তোমার পেয়ারের কুস্কমের কাছে ধাও না, পদ্মদিদিকে কি দরকার এর বেলা ? হাজারির ইচ্ছা হইল আর একদণ্ডও সে এখানে দাড়াইবে না । সে চায় না ষে এই সব জায়গায় যার-তার মুখে কুম্বমের নাম উচ্চারিত হয়, বিশেষত: পদ্ম বিয়ের মুখে। সে চুপ করিয়া রহিল। পদ্ম রান্নাঘর হইতে চলিয়া গেল । একটুখানি দাড়াইয়া সে চলিয়াই যাইতেছিল, পদ্ম কি আসিয়া বলিল—ধাচ্ছ ষে খাওয়া হয়েছে তোমার ? হাজারি অবাক হইয়া পদ্ম ঝিয়ের মুখের দিকে চাহিল । কখনো সে এমন কথা তাহার মুখে শোনে নাই। আমৃত আমতা করিয়া বলিল—না—খাওয়া—ইয়ে—লা হয় নি ধরে । —-ত হোলে বোসে। এখনও মাছটা নামে নি । মাছ নামলে ভাত খেয়ে তবে যাও । দাড়িয়ে কেন ? বসে না পিড়ি একখানা পেতে । হাজারি কলের পুতুলের মত বসিল। পদ্মদিদি তাহাকে অবাক করিয়া দিয়াছে ! পদ্মদিদির দূরদ ••••••••• সাত বছরের মধ্যে একদিনও ঘা দেখে भfट्रे 1••• • • • •••••• আশ্চৰ্য্য কাণ্ডই বটে ! eسیه .aة .fR