পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এসব নিয়েই মানুষ । একমাত্র ‘পাঁচমামার বিয়ে'তে একটা সংশয় থাকে—একি শুধুই দায়িত্বহৗন অত্যন্ত আচরণ, ন, অভ্যন্ত অন্যায়ের আরেকটা কপট ওজর। তবে বিভূতিভূষণের শ্ৰেষ্ঠ গল্পের মধ্যে 'বেণীগীর ফুলবাড়ী’র কোনো গল্প গ্রাহ হবে কিনা জানি না। শেষ পর্যন্ত রচনাবলীর এই খণ্ডে বিভূতিভূষণের এই ‘মাইনর রচনা কুয়টির মধ্য দিয়ে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ৰে সাহিত্যিক পরিচয় আমাদের নিকট স্বস্থির হয়ে ওঠে তাতে দেখি—যেখানে তিনি স্বকীয়তায় স্বপ্রতিষ্ঠিত সেখানে তিনি অসামান্ত—জগৎ ও জীবন-মুগ্ধ শিল্পী । তুলনায় যেখানে তার প্রকাশ অমুজ্জল অস্পষ্ট বা আচ্ছন্ন সেখানেও তিনি আন্তরিকতায় অকৃত্রিম, দৃষ্টিশক্তির সততায় সফল, মানবমত্যের স্বস্ব অহভূতিতে কল্যাণময়—শ্ৰদ্ধায় মমতায় সহমর্মিতায় সাধারণ মামুষের বন্ধু, সহজ জীবন-ছন্দের সহৃদয় শিল্পী । গোপাল হালদার