পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদর্শ হিন্দু-হোটেল 9 S গাড়োয়ান বলিল—এজ্ঞে উনি পাকা রাস্তায় মুদ্ধির পুকুরের ধারে বসে ছিলেন, বলেন একটু জল খাবো- তা বল্লাম চলুন আমার সঙ্গে—আমার মনিবেশ ব্রাহ্মণ—সেখানে জল খাবেন, তাই সঙ্গে করে আনলাম । গৃহস্বামী আগাইয়া আসিয়া হাঙ্গারিকে নমস্কার করিয়৷ বলিলেন–আস্কন, আম্বন । বন্ধন বিশ্রাম করুন। ওরে চণ্ডীমণ্ডপের তক্তপোশে মাছরটা পেতে দে,—আহন। & এসব পল্লী অঞ্চলে আতিথ্যের কোনো ক্রটি হয় না। আধঘণ্ট। পরে হাজারি হাত পা ধুইয়া বসিয়া গাছ হইতে সদ্য পাড়া কচি ডাবের জল পান করিয়া স্বস্থ ও খোশমেজাজে ছক টানিতে লাগিল । গৃহস্বামীর নাম বিহারীলাল বাড়ুধ্যে। চাকুরি জীবনে কখনো করেন নাই, যথেষ্ট ধানের আবাদ আছে, গরু আছে, পুকুরে মাছ আছে, আম-কঁাটালের বাগান আছে। এসব কথা গৃহস্বামীর নিকট হইতেই হাজারি গল্পচ্ছলে শুনিল । বিহারী বঁাড় ষ্যে বলিতেছিলেন, শ্ৰীনগর-সিমলে মস্ত গ্রাম ছিল, রাজধানী ছিল কেষ্টনগরের রাজাদের পূর্বপুরুষের। জঙ্গলের মধ্যে রাজার গড়খাই আছে, পুরোনো ইটের গাথুনি আছে, দেখাবো এখন ওবেলা । না না, আজ যাবেন কি ? ওসব হবে না । দুদিন থাকুন, আমাদের সবই আছে আপনার বাপ-মার আশীৰ্ব্বাদে, তবে মানুষজনের মুখ দেখতে পাইনে এই স্থা কই । ছেলেবেলাতেও দেখেছি গায়ে ত্রিশ-বত্রিশ ঘর ব্রাহ্মণের বাস ছিল, এখন দাড়িয়েচে সাত ঘর মোট—তার মধ্যেও দু ঘর আছে বারোমাস বিদেশে। আপনার নিবাস কোথায় বঙ্গেন ? —আজ্ঞে, এড়োশোলা—গাংনাপুর থেকে নেমে যেতে হয়। —তবে তো আপনি আমাদের এদেশেরই লোক । আম্বন না আমাদের গায়ে ? জায়গা দিচ্চি, জমি দিচ্চি, ধান করুন, পাট করুন, বাস করুন এখানে। তবুও এক ঘর লোক বাড়ক গ্রামে । আস্কন না ? হাজারি শিহরিয়া উঠিল । সৰ্ব্বনাশ ! এই ঘন জঙ্গলের মধ্যে সে বাস করিতে আসিবে --সেইটুকু অদৃষ্ট বাকী আছে বটে। শহর বাজারে থাকিয়া সে শহরের কল-কোলাহল কৰ্ম্মব্যস্ততাকে পছন্দ করিয়া ফেলিয়াছে—এই বনের মধ্যে সমাধিপ্রাপ্ত হইতে হয় ৰে বৃদ্ধ বয়সে। ছ’চল্লিশ বৎসর বয়স তার—দিন এখনও স্বায় নাই, এখনও যথেষ্ট উৎসাহ শক্তি তার মনে ও শরীরে । তা ছাড়া সে বোঝে হোটেলের কাজ, একটা হোটেল খুলিতে পারিলে তাহার বয়স দশ বছর কমিয়া ধাইবে—নব যৌবন লাভ করিবেসে। চাষবাসের সে কি জানে ? 馨 হোটেলের কথা হাজারি এখানে বলিল না । সে জানে হোটেলওয়াল বামুন বলিলে অনেকে স্বণার চক্ষে দেখে—বিশেষতঃ এই সব পাড়াগায়ে। ঐনগরে হাজারির মোটেই মন টিকিতেছিল না—এত বনজঙ্গলের অন্ধকার ও নির্জনতার बरदा ठाशद्र ८षन वथ दक एऐल्ला चांनिप्ङहिण। शठबां९ &वकांप्णद्र क्रिकहे cन «थोरबद्ध