পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী ويA e বাহিরে গদির ঘরে বেচু চৰুক্তিও খরিদ্বারদিগকে ঠিক আমনি বলিতে লাগিল । বংশী ঠাকুর হাজারিকে আড়ালে বলিল—সব ফকির কাজ, এক চিলতে কলার পাতার জাগায় এক হাত করে গুড় গোলা আটা আর তার ওপর দুখানা বাতাসা—হয়ে গেল এর নাম তোমার সত্যনারাশের সিন্নি। চামার কোথাকায়— সন্ধ্যার সময় পূর্ণ ভট্চাজ সত্যনারায়ণের পূজা করিতে আসিলেন। বাসনের ঘরে সত্যনারায়ণের পিড়ি পাতা হইয়াছে। হোটেলের দুই চাকর মিলিয়া ঘড়ি ও র্কাসর পিটাইতেছে, পদ্মঝি ঘন ঘন শাকে ফু পাড়িতেছে—খানিকট খরিদার আকৃষ্ট করিবার চেষ্টাতেও বটে । স্টেশনে ষে চাকর হি-ই-ই-দু হো-টে-ল-ল’ বলিয়া চেঁচায়, তাহাকেও বলিয়া দেওয়া হুইয়াছে, সে যাত্রীদের প্রত্যেককে বলিতেছে —‘আস্কন বাৰু, সিন্নি পেরসাদ হচ্চেন হোটেলে, খাওয়ার বডড জুং আজগে—আক্ষন বাবু—’ যাহারা নগদ পয়সার খরিদ্ধার, তাহারা ভাবিতেছে —অস্ত হোটেলেও তো পয়সা দিয়া খাইবে ৰখন তখন সত্যনারায়ণের প্রসাদ ফাউ যদি পাওয়া যায়, বেচু চক্কত্তির হোটেলেই যাওয়া বাৰু না কেন । ফলে যদু বাড়য্যের হোটেলের দৈনিক নগদ খরিদ্ধার যাহার, তাহারাও অনেকে আসিয়া জুটিতেছে এই হোটেলে। এদিকে নগদ খরিদারদের জন্ত ব্যবস্থ৷ এই ধে, তাহাজের সিন্নি খাইতে দেওয়াহুইবে তাতের পাতে অর্থাৎ টিকিট কিনিয়া ভাত খাইতে ঢুকিলে তবে। নতুবা সিন্নিটুকু খাইয়া লইয়াই যদি খরিদার পালায় ? BBB BBBDD DD DD BBB BBBS BBBBS BBS BBS BBBB BBB খাতির করাও দরকার । পূজা সাঙ্গ হইলে তাহাদের সকলকে একত্র বসাইয়া প্রাসাদ খাইতে দেওয়া হইল—বেচু চকত্তি নিজে প্রত্যেকের কাছে গিয়া জিজ্ঞাসা করিতে লাগিলেন তাহার আর একটু করিয়া প্রসাদ লইবে কি না । যখন ওদিকে মাসিক খরিদারগণকে সিন্নি বিতরণ করা হইতেছে, সে সময় হাজারি দেখিল স্বাস্তার উপর যতীন মজুমদার দাড়াইয়া ই করিয়া তাহাজের হোটেলের দিকে চাহিয়া আছে। হাজারির মনে হইল লোকটার অবস্থা আরও খারাপ হইয়া গিয়াছে, কেমন যেন অনাহারশীর্ণ চেহারা। সে ভাকিয়া বলিল—ও স্বতীনবাবু, কেমন আছেন ? যতীন মজুমদার জবাক হইয়া বলিল—কে হাজারি নাকি ? তুমি আবার কবে এলে এখানে ? —সে অনেক কথা বলবো এখন। আস্থন ন!—আম্বন— যতীন ইতস্তত: করিয়া রান্নাঘরের পাশে বেড়ার গায়ের দরজা দিয়া হোটেলে ঢুকিয়া রামাম্বরের দোরে আসিয়া দাড়াইল । হাজারি দেখিল তাহার পায়ে জুতা নাই, গায়ে অতি মলিন উড়ানি, পরনের ধুতিখানিও BBB S BBBB BBB BBB BB BBB BBS DBBB L BBBB BB BBB মুখে বেশ পরিস্ফুট।