পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদর্শ হিন্দু-হোটেল ჯo & যতীন পাঠহাসি হাসিয়া বলিল-আরে, তোমাদের এখানে বুঝি সত্যনারায়ণ হচ্চে আজগে ? আগে আমিও কত এসেছি খেয়েছি— –তা খাবেন না ? আপনি তো ছিলেন বারোমাসের বাধা থদের—ত আম্বন পেরসাদ ८२८: त्रि--- যতীন ভদ্রতা করিয়া বলিল—ন না, থাক থাকৃ—তার জন্তে আর কি হয়েছে— হাজারি একবার এদিক ওদিক চাহিয়া দেখিল কেহ কোনোদিকে নাই । সবাই খাবার ঘরে মাসিক খরিদ্ধারের আদর আপ্যায়ন করিতে বাস্ত—সে কলার পাত পতিয়া যতীনকে বসাইল এবং পাশে বাসনের ঘর হইতে বড় বাটির কবাটি সত্যনারায়ণের সিন্নি, একমুঠ বাতাসা ও-দুটি পাকা কলা আনিয়া যতীনের পাতে দিয়া বলিল—একটু পেপ্রসাদ থেয়ে নিন— যতীন মজুমদার দ্বিরুক্তি না করিয়া সিন্নির সহিত কলাদুটি চটকাইয়া মাখিয়া লষ্টয়া যেভাবে গোগ্রাসে গিলিতে লাগিল, তাহাতে হাজারত্ব মনে হইল লোকটা সত্যই যথেষ্ট ক্ষুধাৰ্ত্ত ছিল, বোধ হয় ওবেলা আহার জোটে নাই । তিন চার গ্রসে অতখানি সিন্নি সে নিঃশেষে উড়াইয়া দিল । হাজারি বলিল—আর একটু নেবেন ? ধতীন পূর্বের মত ভদ্রতার স্বরে বলিল—না না, থাকু থাকু আর কেন— হাজারি আরও এক বাটি সিন্নি আনিয়া পাতে ঢালিয়া দিতে যতীনের মুখচোখ যেন উজ্জল হইয়। উঠিল । BBB KBBS BBB SBBSBBS BB BBB BBB BBBBB BBSB BB BBB BBBBB কি একটা বলিহে গেল এবং গোগ্রাপে ভোজনরত যতীন মজুমদারকে দেখিয়া হঠাৎ থমকিয়! দাড়াইল । বলিল—ও কে ? হাজার হাসিয়া বলিল—শু যতীনবাবু, চিনতে পাচ্ছে না পদ্মদিদি ? অামাদের পুরোনে বাবু। যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তা আমি বল্লাম আজ পুজোর দিনটা একটু পেরসাদ পেয়ে যান বাবু--- BBB BBBSBBSBBB BB BBBS BBB BBS BSBB BBBBBB BBB BB ঢুকিল । যতীন ততক্ষণ পদ্মঝিকে কি একটা কথা বলিতে যাইতেছিল, কিন্তু সে কথা বলিবার স্বযোগ ঘটিল না তাহার । সে খাওয়৷ শেষ করিয়া এক ঘটি জল চাহিয়া লইয়া খাহয় চোরের মত খিড়কি দরজা দিয়া বাহর হইয়া গেল। : অল্পক্ষণ পরেই গোবর চাকর আসয়া বলিল—ঠাকুর, কর্তা তোমাকে ডাকছেন— হাজারি বুঝিয়।iছল কর্তা কি জন্য তাহাকে জঞ্চরী তলব দিয়াছেন । সে গিয়া বুঝিল তাহার অনুমান সত্য - কারণ পদ্মবি মুখ ভার করিয়া গদর ঘরে বেচু চক'ত্তর সামনে দাড়াইয়া। বেচু চক্কত্তি বললেন-হাজারি, তুমি যতনেটাকে হোটেলে ঢুকিয়ে তাকে বধিয়ে সিন্নি খাওয়াচ্ছিলে ?