পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার HVð এই সময় বিপিনের বিধবা বোন বীণা ঘরে ঢুকিয়া বলিল, দাদা, মা ডাকছে, একবার স্বামীস্বরের দিকে গুনে যাও । ইহার অর্থ সে বোঝে । সংসারে হেন নাই, তেন নাই –লম্বা ফর্দ শুনিতে হইৰে —ম নয়, স্ত্রীর নিকট হইতে । কৃষ্ণলাল বসিয়া থাকার দরুন মায়ের নাম দিয়া তাক আসিতেছে। বিপিন বলিল, বন্ধন কাকা, আসছি । কৃষ্ণলাল উঠিয়া পড়িলেন, সকালবেলা বসিয়া থাকিলে তার চলিবে না, অনেক কাজ জয় । BBBBS DBBB LSBBB BBBS BBBB BBS BBBSBBBBB BB BB BB করলে চলবে তোমার ? —ঘুরিয়ে না বলে সোজা ভাবেই কথাটা বল না কেন ? কি নেই ? —কিছু নেই। এক জানা চাল নেই, তেল নেই, ডাল নেই, একটি আলু নেই । ইঞ্চি চড়বে না এ বেলা ! বিপিন বঁাঝের সঙ্গে বলিল, লা চড়ে না চড়ক, রোজ রোজ পারি নে। এক বেলা উপোল ক’রে সব প’ড়ে থাক । মনোরমা কড়াস্বরে জবাব দিল, লজ্জা করে না এ কথা বলতে ? আমি আমার নিজের জন্যে বলি নি। মা কাল একাদশীর উপোস ক’রে রয়েছেন, উনিও কি আজও উপোস ক’রে পড়ে থাকবেন ? সব কি আমার জন্তে সংসারে আসে ? ওই বীণারও গিয়েছে কাল একাদশী—ও ছেলেমান্থব, কপালই না হয় পুড়েছে, খিদেতেই তো পালায় নি তা ব’লে ? মনোরমার যুক্তি নিষ্ঠুর ••••••অকাট্য । বিপিন বাড়ী হইতে বাহির হইয়া তেমাথার মোড়ের বড় তেঁতুলতলার ছায়ায় একখান ৰে কাঠের গুড়ি পড়িয়া অাছে, তাহারই উপর আসিয়া বসিল । চাল নাই, ডাল নাই, এ নাই, ও নাই—সে তো চুরি করিতে পারে না 7 একটি পয়ল নাই হাতে । বাজারের কোন দোকানে ধার দিবে না । বহু জায়গায় দেন। উপায় কি এখন ? * না, পলাশপুরেই যাওয়া স্থির। বাড়ীর এ নরকযন্ত্রণার চেয়ে সে তাল, দিনরাত মনোরমার মধুর বাকি আর কেবল "নাই নাই’ বুলি তো শুনিতে হুইবে না ? প্রজা ঠেঙানোর অনিচ্ছা ইত্যাদি বাজে ওজর, ও কিছু না, সে বিনো চাটুজের ছেলে, প্রজা ঠেঙাইতে পিছপাও না , কিন্তু আর একটা কথাও আছে তাহার সেখানে যাইবার অনিচ্ছার মূলে। ধোপাখালি কাছারির তহবিল হইতে সে জমিদারদের না জানাইয়া চল্লিশটি টাকা খায় করিয়াছিল, তাল আর শোধ দেওয়া হয় নাই । বিপিনের ভয় আছে, হয়তো এই ব্যাপারটা ৰৱ। *फ़िग्नां शिग्रांप्छ्, cनरे अछहे छबिषांरब्रव्र ७ठ घन वन उांशाना छांशदक अरेब्रा बाहेबांब जछ ।