পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার Yoልዓ তাহার দিকে ছুড়িয়া দিলেন, কোন কথা বলিলেন না। বিপিন সিগারেট ধরাইয়া বলিল, তারপর জামাইবাবু কবে এলেন ? -दकि द्रांcद्ध । —বাড়ীর সব ভাল তো ? -ऐँ । —আপনি এখন সেই আলিপুরেই ওকালতি করছেন ? -एँ । —বেশ বেশ । দিদিমণি আর ছেলেপুলেদের সব এখানে এনেছেন নাকি ? -इँ । এতগুলি কথার উত্তর দিতে গিয়া জামাইবাবু একবারও তাহার দিকে চাহিলেন না বা খবরের কাগজ সেই যে আবার চোখের সামনে ধরিয়া আছেন তাহা হইতে চোখও নামাইলেন না । বিপিনের ইচ্ছা হইল, আরও একটু শিক্ষা দেয় এই শহুরে চালবাজ লোকটাকে । অল্প কোনও উপায় না ঠাওরাইতে পারিয়া বলিল, মানীর শরীর বেশ ভাল আছে তো ? 總 মানী জমিদারবাবুর মেয়ে স্বলতার ডাকনাম। ডাকনামে গ্রামের মেয়েকে ডাক। এমন কিছু আশ্চৰ্য্য ব্যাপার নয়, যদি বিপিনের বয়স বেশি হইত। কিন্তু তাহার বয়স জামাইয়ের চেয়ে এমন কিছু বেশি নয়, বা স্বলতাও নিতাস্ত বালিকা নয়, কম করিয়া ধরিলেও স্বলতা বাইশ বছরে পড়িয়াছে গত জ্যৈষ্ঠ মাসে । এইবার প্রত্যাশিত ফল ফলিল বোধ হয়, জামাইবাবু হঠাৎ মুখ হইতে খবরের কাগজ নামাইয়া বিপিনের দিকে চাহিয়া একটু কড়া গম্ভীর স্বরে প্রশ্ন করিলেন, মানী কে ? অর্থাৎ মানী কে তিনি ভাল রকমেই জানেন, কিন্তু জমিদার-বাড়ীর মেয়েকে "মানী’ বলিয়া সম্বোধন করিবার বেয়াদবি তোমার কি করিয়া হইল—ভাবখানা এইরূপ । বিপিন বলিল, মানী মানে দিদিমণি—বাবুর মেয়ে, আমরা মানী ব’লেই জানি কিনা । আমাদের চোখের সামনে মাতুয— ঠিক এই সময়ে চা ও জলযোগের জন্য অন্দর-বাড়ী হইতে জামাইবাবুর ডাক পড়িল। বিপিন বসিয়া আর একটি বিড়ি ধরাইল, শহুরে জামাই বাবুর চালবাজি সে ভাঙিয়া দিয়াছে। বিপিনকে এখনও ও চেনে নাই । চাকুরির পরোয়! সে করে না, আর কেহ ষে তাহার সামনে চাল দেখাইয় তাহাকে ছোট করিয়া রাখবে—তাহার ইহা অসমৃ । ঝি আসিয়া বলিল, নায়েববাবু, মা-ঠাকরুন বললেন, আপনি কি এখন জল-টল কিছু খাবেন ? রাগে বিপিনের গা জলিয়া গেল। এইভাবে জিজ্ঞাসা করিয়া পাঠাইলে অতি বড় নির্লজ লোকও কি বলিতে পারে খে সে খাইবে ? ইহাই ইহীদের বলিয়া পাঠাইবার ধরন । সাধে কি সে এখানে থাকিতে নারাজ ! বি. র ৬—১২