পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার չԵ-Փ —কি রে ? —তুমি সেদিন মিথ্যে কেন বলে গেলে আমার কাছে ? তুমি পোলাও খেয়েছিলে সেদিন ? মেয়েমানুষ তুচ্ছ কথা এতও মনে করিয়া রাখিতে পারে । বাসী কামুদি ঘাট। ওদের স্বভাব । দুই দিনের আদায়পত্রের ভিড়ের মধ্যে, কাছারির কাজের চাপে তাহার কি মনে আছে, সেদিন কি খাইয়াছিল, না খাইয়াছিল ! মানীর যেমন পাগলামি ! বিপিন যুদ্ধ হাসিয়া বলিল, কেন ? খাই নি, তাতে কি ? মানী বিপিনের কথার স্বরে কৌতুকের আভাস পাইয়া ঝাঝালো স্বরে বালয় উঠিল, তাতে কিছু না । কিন্তু তুমি মিথ্যে কথা কেন ব'লে গেলে ? বললেই হ’ত, খাই নি। আমি তোমায় ফাসি দিতাম ? বিপিন পুনরায় মুহূ হাসিমুখে বলিল, সেইটেই কি ভাল হ’ত ? তোর মনে কষ্ট দেওয়া হ’ত না ? মানী সে কথার কোনও উত্তর না দিয়া জানালা হইতে সরিয়া গেল। বিপিন হতবুদ্ধির মত কিছুক্ষণ দাড়াইয়া থাকিয়া বলিল, ও মানী, রাগ করবার কি আছে এতে ? শোন না, ও মানী ! কোনও সাড়াশব্দ না পাইয়া বিপিন বাহির-বাড়ীর দিকে চলিল। মনে মনে ভাবিতে ভাবিতে BBBS BBBBBB BB BBBSBBB BBBBBS BBBBB BB BBS B BBBBS BB তো ? দোষটা কি আমার ? মনে মনে, কি জালি কেন, বিপিন কিন্তু শাস্তি পাইল না । মানীটা কেন যে তাহার উপর রাগ করিল ? করাই বা যায় কি ? মানী তাহার প্রতি এতটা টানে, তাহা বিপিন কি জানিত । জানিয়া মনে মনে যেমন একটু বিস্মিতও হইল, সঙ্গে সঙ্গে খুশি না হইয়াও পারিল না। శ్రీ) পরের দিন সকালে বিপিন বাড়ীর মধ্যে থাইতে বসিয়াছে, জমিদার-গিন্নী আসিয়া বলিলেন, ইn বাবা বিপিন, সেদিন আমি তোমাকে কি পোলাও দিই নি ? বিপিন আকাশ হইতে পড়িয়া বলিল, কোন দিন ? —সেই যেদিন রাত্রে তুমি আর স্বধাংশু একসঙ্গে খেলে ? —কেন বলুন তো ? —মেয়ে তো আমায় খেয়ে ফেলছে কাল থেকে, একসঙ্গে খেতে বসেছিলে দুজনে, তোমায় পোলাও দিই নি কেন, তাই নিয়ে। তোমায় কি পোলাও দিই নি, বল তো বাবা ? —কেন দেবেন না ? আমার তো মনে হচ্ছে, আপনি ছ হাত, আমার ঠিক মনে হচ্ছে