পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$పా8 বিভূতি-রচনাবলী চা পান শেষ করিয়া বিপিন উঠিল। বলিল, মালিমার সঙ্গে দেখা হ’ল না, বলিল জামার কথা মানী, চললুম। —এস । কিন্তু বেশি দিন দেরি করলে চাকরির দায়ী জামি নয়, মনে থাকে ८षन । —খানিকট আগে অভয় দিয়েছ দেবী, মনে আছে ? —ছুমাস দেরি করলেও কি অভয় দেওয়া বহাল রইল ? বাঃ রে, আমি বলেছি তিন দিনের জায়গায় সাত দিন, না হয় ধর দশ দিন । —না হয় ধর এক মাস । —না হয় ধর তিন মাস। সে সব হবে না, সোজা কথা শোন ৰিপিনদী। অামার তো বাৰার কাছে বলবার মুখ থাকা চাই । পরে গভীরমুখে বলিল, কথা দিয়ে যাও, কদিনে আসবে । না, সত্যি, তোমার কথা আমার বিশ্বাস হয় না, আমি কি বলেছিলুম প্রথম দিন, মনে আছে ? বিপিন কৃত্রিম বঙ্গের স্বরে বলিল, হ্যা, বলেছিলে, চাকরিতে টিকে থাকলে তুমি আমার ভালর চেষ্টা করবে। - মানী হাসিয়া বলিল, মনে আছে তা হ’লে ? বেশ, এখন এল তা হ’লে—বেলা ርቫማ ! পণে উঠিয়াই মানীর কথা মনে করিয়া বিপিনের দুঃখ হইল। বেচারী ছেলেমান্থব, সংসারের কি জানে। জমিদারির স্ব অবস্থা, মানী কি উন্নতি করিয়া দিবে তাহার ! দেনা ইতিমধ্যে প্রায় পাঁচ-ছয় হাজারে দাড়াইয়াছে রাণাঘাটের গোবিন্দ পালের গদিতে। সদর খাজনা দিবার সময় প্রতি বৎসর তাহার নিকট হ্যাও নোট কাটিতে হয়। ইহা অবশু বিপিন এখানে চাকুরিতে ভৰ্ত্তি হইবার পূর্বের ঘটনা, খাতাপৰ দেখিয়া বিপিন জানিতে পারিয়াছে। গোবিন্দ পাল নালিশ কিলেই জমিদারি নীলামে চড়িবে। মানী মেয়েমাছুষ, বিষয়-সম্পত্তির কি বোৰে ! ভাবিতেছে, সে মস্ত জমিদারের মেয়ে, চেষ্টা করিলেই বিপিনদাদার বিশেষ উন্নতি করিয়া দিতে পারিৰে। বিপিনের হাসি পাইল, দুঃখও হইল। বেচারী মানী ।