পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার ᎼᏱᏄ বিপিনকে বলিল, দাদা, বাগদী-পাড়ার নন্দ বাগদীর গোলাটা কিনে আনছি, এবার ধান রাখবার জায়গা চাই, ধান হবে ভাল । বিপিন বলিল, নন্দ বাগদীর অত বড় গোল এনে কি করবি, আমাদের তিন বিৰে জমির ধান এমন কি হবে যে, তার জন্তে অত বড় গোলার দরকার। স্বামও তো বেশি চাইবে । BB BBBBBS BBB BB BB BBS BB BBB BB BBB DDBS BBB ওই গোলা দেখলে কাজে উৎসাহ হবে যে, ওটা পুরিয়ে দিতেই হবে আসছে বছর। ওটাই আনি, কি বল দাদা ? সংসারের জন্য অনিয়মিত খাটিয়া খাটিয়া বলাই পড়িয়া গেল শক্ত অস্বখে। কিছুদিন দেশেই রাখিয়া চিকিৎসা চলিল। সে চিকিৎসাও এমন বিশেষ কিছু নয়, গ্রাম্য হোমিওপ্যাধিক ডাক্তার শরৎ দা দিন পনরো সাদা শিশিতে কি ঔষধ দিতেন, তাহাতে কিছু না হওয়ায় গ্রামের অনেকের পরামর্শে বলাইকে রাণাঘাটের হাসপাতালে আনা হয় । বলাই এখনও ছেলেমানুষ, তাহার উপর অনেক দিন রোগশয্যায় গুইয়া থাকিবার পরে আজ দাদার সঙ্গে বাড়ী ফিরিয়া যাইবার আনন্দে সে অধীর হইয়া উঠিয়াছে। রেলগাড়ীতে উঠিয়া একবার এ জানালায় একবার ও জানালায় ছুটাছুটি করিতেছে, কত কাল পরে আবার সে নীরোগ হইয়া মুক্ত স্বাধীন ভাবে চলাফেরা করিতে পাইয়াছে। নার্গের কথামত জার ভয়ে ভয়ে চলিতে হইবে না । হাসপাতালের রান্না কি বিশ্ৰী ! মাছের ঝোল না ছাই ! মায়ের হাতের, বউদিদির হাতের রান্না আজ প্রায় চার মাস খায় নাই, বউদিদির হাতের স্বত্ত নির তুলনা আছে ? পাচিলের পশ্চিম কোণে বড় মানকচুটা সে নিজের হাতে পুতিয়াছিল। এখন না জানি কত বড় হইয়াছে । ভগবান যদি দিন দেন এবং তাঁহাকে খাটিতে দেন, তবে গাঙের ধারে কদমতলার বঁাকে ভাল জমি খাজনা করিয়া লইবে, এবং তাঁহাতে শসা, বরবটি এবং পালংশাক করিবে । হাসপাতালে থাকিতে নার্সের মুখে শুনিয়াছে পালংশাক ও বরবটি নাকি খুব ভাল তরকারি। কলিকাতায় দামে বিক্রয় হয় । বিপিনকে জিজ্ঞাসা করিল, দাদা, কাপালীপাড়ায় রাইচরণের পিসীর কাছে বলা ছিল, ওদের ঝাল হ’লে আমাদের স্বৰ্য্যমুখী ঝালের বীজ দিয়ে যাবে ; তুমি দেখ নি সে ঝাল রাঙা টুকটুক করছে, এক একটা এত বড়—বীজ দিয়ে গিয়েছিল, জান ? আমি এবার চাটি ঝাল পুতে দেব আমড়াতলায় নাবাল জমিটাতে । দাদার চাকুরি হওয়াতে বলাই খুব খুশি । তখন সে এক খাটয়া সংসার চালাইত। আজকাল দাদার মতিবুদ্ধি ফিরিয়াছে, দাদা DBD BBBS BBBB BB BBB BB BBBS BBB BBBDS DDD DDDS DBBD विषग्न आग्न कि यांtछ् !