পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার २88 হাজির করিল, বিপিনের তখন লেবু খাইবার প্রবৃত্তি আদেী নাই, অভিমানে তাহার মন বিমুখ হইয়া উঠিয়াছে। সে শুষ্ককণ্ঠে বলিল, নেবু আমি খাব না। নিয়ে যা। —কি, বাগ হ’ল অমনিই ? তোমার তে পান থেকে চুন খাবার জো নেই, হ’ল কি ? —না না, কিছু হয় নি, তুই যা। মিটে গেল গণ্ডগোল । —কেন, কি হয়েছে বল না ? —আমার সব কথা বাজে। আমার কথা তোর কি শুনতে ভাল লাগে ? আমি যখন বাজে লোক তখন তো বীজে কথা বলবই । তবে ডেকে এনে অপমান করা কেন ? মানী কিছুক্ষণ চুপ করিয়া রহিল। পরে গম্ভীরত্বরে বলিল, দেখ বিপিনদী, আমি যা ভেবে বলেছি, তা যদি তুমি বুঝতে পারতে, তবে এমন কথা ভাবতে না বা বলতেও না। তোমার কথাকে কেন বাজে কথা বলেছি, তা বুঝবার মত স্থল্ম বুদ্ধি তোমার ঘটে থাকলে কথায় কথায় অত রাগ ও আসত না । বিপিন চুপ করিয়া থাকিবার পাত্র নয়, বলিল, জানিস তো আমার মোট বুদ্ধি, তবে আর— মানী পুৰ্ব্ববং গম্ভীরস্বরে বলিল, তোমার সঙ্গে কথা কাটাকাটি করবার সময় নেই এখন আমার, তুমি ব’স। কমলানেবু এই রইল, খাও তো খেও, না খাও রেখে দিও, শু্যামহরি এসে নিয়ে যাবে, আমি চললুম। কথা শেষ করিয়া মানী এক মুহূৰ্ত্তও দাড়াইল না। २ বিপিন কিছুক্ষণ গুম হইয়া বসিয়া রহিল। কিছুক্ষণ পূর্বের তাহার মনের সে আনন্দ আর নাই, জগৎটা যেন এক মুহূৰ্ত্তে বিস্বাদ হইয়া গেল। মানী এমন ধরণের কথা কখনও তাহাকে বলে নাই। মেয়েমানুষ সবই সমান, যেমন মানী তেমনই মনোরমা। মিছামিছি মনোরমার প্রতি মনে মনে সে অবিচার করিয়াছে। মানীও রাগী কম নয়, এখন দেখা যাইতেছে। স্বরূপ কি আর দুই একদিনে প্রকাশ হয়, ক্রমে ক্রমে প্রকাশ হয় । যাকৃ। ওসব কথায় দরকার নাই। সে আজই—এখনই ধোপাখালি কাছারিতে ফিরিবে। কত রাত আর হইয়াছে। সাতটা হয়তো। দুইঘণ্টা জোর হাটলে রাত নয়টার মধ্যে খুব কাছারি পৌছানো বাইবে। কমলালেবু খাওয়ার দরকার নাই আর। কিন্তু একটা মুশকিল হইয়াছে এই অনাদিবাবু এখনও রাণাঘাট হইতে ফিরিলেন না। সঙ্গে যে টাকা আছে, তাহ ইরশাল না করিয়া কি ভাবে যাওয়া যায় ? সে আসিয়া কেন চলিয়া গেল হঠাৎ, না খাইয়। রাত্রিবেলাতেই চলিয়া গেল, একখা যদি অনাদিবাৰু