পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার રહ૭ দেখুন ছত্রিশ সালে পাটের দর ভাল পেয়ে উত্তরের পোতায় বড় ঘরখানা তুলতে গিয়েছিলাম, আদ্ধেক গাথুনি হয়ে দেখুন পড়ে আছে, আর দর পেলাম না, তা কি হবে ? —আপনার বড়ছেলে কোথায় ? —সে ওই বীজপুরে কারখানায় ত্রিশ টাকা মাইনেয় ঢুকেছে, রং মিস্ত্রী। আমি বলি, ও কেন, বাড়ীতে এসে ফলাও ক'রে চাষ-বাস লাগা। মেসে খায়, একটু দুধ ৰি পেটে বায় না, শরীর মাটি। ওমাসে বাড়ী এসেছিল, আমার স্ত্রী এক বোতল ঘরের গাওয়া ঘি সঙ্গে পাঠিয়ে দিলে আবার। ঐ খাটুনি, দুধ ধি না খেলে শরীর থাকে ? উঠলেন ? ফিরবার পথে পায়ের ধুলো দিয়ে যাবেন। না হয় এখানেই ফিরবার সময় দুটো স্বপাকে আহার করে ষাবেন এখন । —না না, আমি সেখানেই খাব । উকিলের কাজ মিটতে বেলা এগারোটা বাজবে। তারপর হয়তো একবার কোটেও যেতে হবে ট্যাম্পভেণ্ডারের কাছে । ফিরতে তো তিনটের কম হবে না। আচ্ছা, আসি । —আজ্ঞে আস্বন, প্রণাম হই। রাণাঘাট কোটে বিপিনের স্বগ্রামের নিবারণ মুখুজের সঙ্গে দেখা। নিবারণ মুখুজে বিপিনকে দূর হইতে দেখিয়া কাছে আসিলেন, বিপিন প্রথমে তাহাকে দেখিতে পায় নাই। —কে বিপিন ? কোর্টেঃকাজে এসেছিলে বুঝি ? —আজ্ঞে হ্যা, কাকা । আপনি ? —আমিও এসেছিলাম একবার একটা কাগজের নকল নিতে। আমার আবার একটু ত্রন্ধোত্তর জমি নদীয়ার এলাকায় পড়ে কিনা ? সেজন্যে রাণাঘাট ছুটোছুটি করতে হয়। হ্যা, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে বাবা। দেখা হ’ল ভালই হ’ল। একটু আড়ালের দিকে চল ঘাই, গোপনীয় কথা। বিপিন একটু কৌতুহলী হইয়া নিবারণ মুখুজ্জের সহিত লোকজন হইতে একটু দূরে গেল। —বাবা, কথাটা খুব গুরুতর। তোমার বাড়ীর সম্বন্ধেই কথা। তুমি থাক বার মাস বিদেশে, নিশ্চয়ই তোমার কানে এখনও ওঠেনি। বড় গুরুতর কথা আর বড় দুঃখের কথা। বিপিন আশঙ্কায় উদ্বেগে কাঠ হইয়া গেল। বাড়ীর সম্বন্ধে কি গুরুতর, আর কি দুঃখের কথা! প্রথমেই তাহার মুখ দিয়া আপনা আপনি বাহির হইয়া গেল—কাকাবাবু, বেঁচে আছে তো ? তাহার বুকের মধ্যে কেমন ধড়াস ধড়াস করিতেছে, জজের মুখে ফাসির হুকুম শুনিবার ভজিতে সে আকুল ও শঙ্কিত দৃষ্টিতে নিবারণ মুখুজের মুখের দিকে চাহিয়া রহিল। নিবারণ মুখুজে বলিলেন, না না, সে সব কিছু নয়। ব্যাপারটা একটু অন্যরকম। বলেই ফেলি। এই গিয়ে তোমার বোনকে নিয়ে গায়ে কথা উঠেছে - মানে ওপাড়ার পটলের সঙ্গে সৰ্ব্বদাই মেলামেশা করে আসছে তো অনেকদিন থেকেই—সম্প্রতি একদিন নাকি সন্দেবেলা তোমাদের বাড়ীর পেছনে বাগানে কাটালতলায় হুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল