পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার ኟፃፃ সহজ নয় এবং ইহা লইয়া ডাক্তারে ডাক্তারে মতভেদ ঘটিলে সাধারণ লোকের পক্ষে ইহা বোঝা শক্ত, যে কোন ডাক্তারের মত অভ্রান্ত । সে বলিল, এ বাড়ীর পেশেন্টের রোগটা কি ? —রেমিটেন্ট ফিভার। সঙ্গে রক্ত আমাশা আছে, দেখুন আপনি একবার। বিপিন ও স্বন্ধু ডাক্তার বাড়ীর মধ্যে গেল। রোগীর বয়স উনিশ-কুড়ির বেশী নয়, চেহারা রোগের পূর্বে ভাল ছিল, বর্তমানে জীর্ণশীর্ণ হইয়া পড়িয়াছে। বিপিনকে যদু ভাত্তম্বর বলিল, আপনি দেখুন আগে । বিপিন অনেকক্ষণ ধরিয়া নাড়ী টিপিয়া বুকে পিঠে নল বসাইয়া পিঠ বাজাইয়। বুক বাজাইয়া দেখিয়া বলিল, একটু নিমোনিয়ার ভাব রয়েছে। বন্ধু ডাক্তার তাড়াতাড়ি বিপিনের মতেই মত দিয়া বলিল, আজ্ঞে হ্যা, ওটা আমি লক্ষ্য করেছি। বিপিন সাহস করিয়া আন্দাজে বলিল, টাইফয়েডের দিকে যেতে পারে বলে মনে হচ্ছে । আজ ন’ দিনের দিন বল্লেন না ? —আজ্ঞে হ্যা, ন’ দিন। টাইফয়েডের কথা আমারও মনে হয়েছে – বিপিন দেখিল লোকটা ভড় কাইয়া গিয়াছে, তাহার মতে মত দিতে খুবই আগ্রহ দেখাইতেছে। বলিল, আপনি একটা ভুল করেছেন যন্ধুবাবু, কুইনেন্ট দেওয়া উচিত হয় নি। প্রেসক্রিপশনটা দেখি ক’দিনের। ধন্থ সত্যই ভয় খাইয়া গিয়াছিল । সে দুখান প্রেসক্রিপশন বিপিনের হাতে দি, ভয়ে ভয়ে বিপিনের মুখের দিকে চাহিয়া রহিল। সে হাতুড়ে ডাক্তার আর এ তরুণ যুবক, ক্যাম্বেল স্থল হইতে বছর দুই পাশ করিয়াছে, আধুনিক ধরণের কত রকমের চিকিৎসা-প্রণালীর সহিত পরিচিত। কি ভুলই না জানি বাহির করিয়া বসে ! যছ ডাক্তারের কপালে বিন্দু বিন্দু ৰাম cवथा शिज । কিন্তু বিপিন বুঝিল অনেক দূর আগাইয়াছে, আর বেশী উচিত নয়। ষদ্ধ ডাক্তারকে হাতে রাখিলে এ সব পাড়াগায়ে অনেক স্ববিধা । এ-অঞ্চলে তাহার যথেষ্ট পসার, সলাপরামর্শ করিতেও স্থা চার টাকা ভিজিট জুটাইয়া দিতে পার। তাহার হাতের মধ্যে। সে গভীর স্বরে বলিল, চমৎকার প্রেসক্রিপশন । ঠিকই দিয়েছেন। কিছু বদলাবার নেই। বন্ধু ডাক্তার একবার সগৰ্ব্বে চারিধারের সমবেত লোকজনের দিকে চাহিল। তাহার মন হইতে বোঝা নামিয়া গিয়াছে । —ৰছবাৰু, একটু গরম জলের ফোমেণ্ট করলে বোধ হয় ভাল হয়। —জাঙ্গে ধ্যা, ঠিক বলেছেন। আমিও কাল থেকে তাই ভাবছি— --बांग्ला ५कबांब्र cजांजां*णैi cगeब्रनि--জোলাপ, নিশ্চয়ই। আমিও তা—