পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२४२ বিভূতি-রচনাবলী বলিলেন, অস্বিন ডাক্তারবাবু, আজ বাড়ীতে আমার জামাই-মেয়ে এসেছে অনেক দিন পরে । আজ একটু খাওয়া-দাওয়া আছে, তা আপনাকে আর হাত পুড়িয়ে রাখতে হবে না। দুখানা লুচি না হয় অমনি গরীবের বাড়ী— —বিলক্ষণ, সে কি কথা ! তা হবে এখন। ওসব কি বলছেন ? জামাইবাবু কই! —বাড়ীর মধ্যে গিয়েচেন। এতক্ষণ বাওড়ের ধারে বেড়াচ্ছিলেন, চা খেতে ডাক দিলে তাই গেলেন। ওরে কেষ্ট, ডাক্তারবাবুকে চা দিয়ে যা, সন্দে-আহ্নিক সেরে ফেলুন হাত-পা ধুয়ে। ইহারা কখনও চা খায় না। আজ জামাই আসিয়াছে, তাই চা খাওয়ার ও দেওয়ার ব্যস্ততা । বিপিনের হাসি পাইল । একটু পরে দত্ত মশায়ের জামাই বাহিরে আসিল। বিপিনের সমবয়সী হইবে, দেখিতে শুনিতে খুব ভাল নয়, মুখে বসস্তের দাগ । দত্ত মহাশয়ের কথায় সে বিপিনের পায়ের ধূলা লইয়া প্ৰণাম করিয়া তক্তপোশর এক পাশে বসিল । বিপিন বলিল, জামাইবাৰু কোথায় থাকেন ? —আজ্ঞে কুলে-বয়ড়া। সেখানে তামাকের ব্যবসা করি। —এখানে ক’দিন থাকবেন তো ? —থাকলে তো চলে না। এখন তাগাদা-পত্তরের সময়, নিজে না দেখলে কাজ হয় না। পরশু যাবো ভাবচি। জামাইয়ের সঙ্গে অনেক কথাবাৰ্ত্ত হইল। আজ এবেল রান্নার হাঙ্গামা নাই বলিয়াই বিপিন নিশ্চিন্ত মনে গল্প করিবার অবকাশ পাইয়াছে। দত্ত মহাশয়ের সঙ্গে অন্যদিন যে গল্প হয় তাহা বিপিনের তেমন ভাল লাগে না, দত্ত মহাশয় শুধু রামায়ণ মহাভারতের কথা বলেন। আজ সমবয়সী একজন লোককে পাইয়া অনেকদিন পরে সে গল্প করিয়া বাচিল । তামাক খাইবার উপায় নাই, দত্ত মহাশয় বসিয়া আছেন। অনেকক্ষণ পরে বোধ হয় র্তার খেয়াল হইল তিনি উপস্থিত থাকাতে ইহাদের ধূমপানের অস্ববিধা হইতেছে। বলিলেন, তাহলে বম্বন ডাক্তারবাবু, আমি দেখি খাওয়া-দাওয়ার কতদূর হল, এদিকে রাতও হয়েছে। & কিছুক্ষণ পর বাড়ীর ভিতর হইতে আহারের ডাক পড়িল । পাশাপাশি খাইবার আসন পাতা হইয়াছে দত্ত মহাশয় ও জামাইয়ের। বিপিন ব্রাহ্মণ, স্বতরাং তাহার আসন একটু দূরে পৃথকভাবে পাতা। একটি চব্বিশ-পচিশ বছরের তরুণী লুচি লইয়া ঘরে ঢুকিয়া সলজভাবে বিপিনের দিকে छांश्लि•।