পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার Styహి —এই এখুনি তাড়াতাড়ি নিচ্চি । —তার চেয়ে এক কাজ করি না কেন ? আমি দুধ জাল দিয়ে এনে দিচ্চি, আর বাবার জন্তে সঙ্ক চিড়ে তোলা থাকে তাই এনে দিচ্চি। রান্নার হাঙ্গামা এখন আর করবেন না । —তাই হবে এখন তবে । —নেয়ে আস্বন, তেল দিয়ে যাই । মেয়েটির এই নূতন ধরনের যত্ব বিপিনের ভাল লাগিতেছিল। বিদেশে বিভূয়ে এমন ষত্ব কে করে ? স্বান করিতে গেল নদীতে—ক্ষীণকায় নদী, স্থানীয় নাম মাতলা, কচুরিপানার দামে বুজিয়া আছে। ওপারে বাশবন আর ফাকা মাঠ, এপারে নদীর ঘাটে যাইবার স্বাড়িপথের দুধারে কেলে-কোড়া ও শামলা লতার ঝোপ । শামূলা লতায় এ সময় ফুল ফোটে, ভারি স্বগন্ধ বাতাসে। ওপারে বাশবনে কুকো পার্থী ডাকিতেছে ? ধোপাখালি কাছারি থাকিতে একজন প্রজাঙ্কজোড়া কুকে পাখী তাহাকে দিয়া গিয়াছিল, বেশ স্বস্বাদু মাংস । মাতলা নদীর যতখানি কচুরিপানায় বুজিয়া গিয়াছে, ততখানি জুড়িয়া সবুজ দামের উপর নীলাভ বেগুনি রঙের ফুল ফুটিয়াছে বড় বড় ডাটায়—যতদূর দেখা যায়, ততদূর ফুল, কি চমৎকার দেখাইতেছে ! আজ যেন সবই স্বন্দর লাগিতেছে চোখে । যে মানীর সঙ্গে জীবনে আর দেখা হইবে না, তারই হাতের লেখা চিঠিখান ! কি অপূৰ্ব্ব আনন্দ আর সান্ধন বহন করিয়াই আনিয়াছে সেখানা আজ। স্বপ্রভাত—কি অপূৰ্ব্ব স্বপ্রভাত ! দত্ত মহাশয়ের মেয়ে একবার বাহিরের উঠানে আসিয়া বলিল—জায়গা করি ? —করো, আমি যাচ্চি । মেয়েটি যত্ব করিয়া আসন পাতিয়া জায়গা করিয়াছে, শুধু একখানা আসন দেখিয়া বিপিন বলিল, দত্ত মশায় খাবেন না ? —বাবা বাড়ী নেই, ওপাড়ায় বেরুলেন। তা ছাড়া এখনও রায়া হয়নি, শুধু আপনার চিড়ে দুধের ফলার--তাই আপনাকে খাইয়ে দিই। এতটা পথ আবার যাবেন— সে একটি বড় কাসিতে ভিজানো চিড়ে লইয়া আসিল । বলিল, আপনি নাইতে গেলেন দেখে আমি চিড়েতে দুধ দিইচি—সরু ধানের চিড়ে, বেশি ভিজলে একেবারে ভাতের মত হয়ে যায়—দাড়ান, কলা নিয়ে আলি– কত যত্বের সহিত সে কলা ছাড়াইয়া দিল, গুড়ের বাটি হইতে গুড় ঢালিয়া দিল । বিপিন খাইতে আরম্ভ করিলে বলিল, তেঁতুলের ছড়া-জাচার খাবেন ? বেশ লাগবে চিড়ের ফলারে। বলিয়াই উত্তরের অপেক্ষা না করিয়া সে চলিয়া গেল, আসিতে কিছু বিলম্ব হইতে লাগিল দেখিয়া বিপিন ভাবিল, বোধ হয় আচার ফুরাইয়া গিয়াছে—মেয়েটি জানিত না, লঙ্গায় পড়িয়া গিয়াছে বেচারী । কিন্তু প্রায় দশমিনিট পরে সে একটা ছোট পাথরের বাটিতে দু'তিন রকমের আচার ۵a-سمه .fR. H