পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©Ye বিভূতি-রচনাবলী সে জিজ্ঞাসা করিল—বিশ্বেশ্বর কোথায় ? মেয়েটি বিপিনের মুখের দিকে কিছুক্ষণ চাহিয়া রহিল। তাহার পর টানিয়া টানিয়া বলিল டல்ரi-ரேi —বিশ্বেশ্বর বাৰু কোথায়—বিশ্বেশ্বর ? রোগিণী এবার বোধহয় বুঝিতে পারিল । বলিল – ক’নে গিয়েচেন । ইহাকে আর কিছু জিজ্ঞাসা করা নিরর্থক বুঝিয়া বিপিন একটা জলপাত্রের সন্ধানে ঘরের মধ্যে ইতস্ততঃ দৃষ্টিনিক্ষেপ করিল। এখনি ইহার মাথায় জল দেওয়া দরকার। এককোণে একটা মেটে কলসীতে সম্ভবতঃ খাবার জল আছে, বিপিন সন্ধান করিয়া একখানা মানকচুর পাতা আনিয়া রোগিণীর মাথার কাছে পাতিয়া কলসীর জলটুকু সব উহার মাথায় ঢালিল । পরে বিল হইতে আরও জল আনিয়া আবার ঢালিল । বার কয়েক এরূপ করিবার পর রোগিণীর আচ্ছন্ন ভাব যেন খানিকট। কাটিল। বিপিন থার্মমিটার দিয়া দেখিল, জর কমিয়াছে । ডাক্তারি করিতে আসিয়া এ কি বিপদ ! এমন হাঙ্গামাতে তো সে কখনও পড়ে নাই । হঠাৎ তাহার মনে পড়িল মানীর মুখখানা। এই সব দুঃখী, অসহায়, রোগাৰ্ত্ত লোকদের ভাল করিবার জন্যই তো মানী তাহাকে ডাক্তারি পড়িতে বলিয়াছিল । মেয়েদের সেবা পাইয়া আসিয়াছে সে চিরকাল । ইহাকে ফেলিয়া গেলে মানীর, শাস্তির, মনোরমার অপমান করা হইবে—কে যেন তাহার মনের মধ্যে বলিল। বিশ্বের যদি ইহাকে ফেলিয়া পলাইয়া থাকে ! তবে এখন উপায় ? সে আবার রোগিণীকে জিজ্ঞাসা করিল—বিশ্বেশ্বরবাবু কোথায় গিয়েছে জান ? কতক্ষণ গিয়েছে ? মেয়েটি বলিল—জানিনে । বিপিন আর এক কলসী জল আনিতে গেল । জেয়ালার বিস্তুত বিলের উপর সুর্য্যাস্তের ঘন ছায়া নামিয়া আসিয়াছে। দক্ষিণ পাড়ের তালগাছের মাথায় এখনও রাঙা রোদ। দূর জলের পদ্মফুলের বনে পদ্মপাতা উলটিয়া আছে, যদিও এখন পদ্মফুল চোখে পড়ে না । বল্লভপুরের দিকে জেলের ডিঙি বাহিয়া মাছ ধরিতেছে। একদল জলপিপি ও পানকৌড়ি জলের ধারে শোলাগাছের বনে গুগলি খুজিতেছে। বিপিনের মনে কেমন এক অদ্ভুত ভাবের উদয় হইল। যদি বিশ্বেশ্বর ইহাকে ফেলিয়া পলাইয়াই থাকে, তবে তাহাকে থাকিতে হইবে এখানে সারারাত। অর্থ উপার্জন করিলেই কি হয় ? তাহার বাবা ৮বিনোদ চাটুয্যে কম উপার্জন করেন নাই—অসৎ উপায়ে উপাজ্জিত পয়সা বলিয়াই টেকে নাই। কাহারও কোন উপকার হয় নাই তাহা দিয়া । ঘরে রোগীর পথ্য কিছু নাই। ডাব ও ছানার জল খাওয়ানো দরকার এরকম রোগীকে । কিছুই ব্যবস্থা নাই। বিপিন নিকটবৰ্ত্তী দুলেপাড়া হইতে একটি লোক ডাকিয়া আনিল । বলিল—গোটাকতক ভাব নিয়ে আসতে পারবে ? দাম দেবো।