পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ2৮ বিভূতি-রচনাবলী —গত্যি, বিপিনদা ! সত্যি বলচো এসব কথা ? —সাক্ষী হাজির করতে রাজি আছি, মানী। ৰিশ্বাস করে আমার কথা । —ভারী আনন্দ হোল শুনে। কিন্তু বিপিনদী, তোমার সঙ্গে যে এক রাশ কথা রয়েছে আমার । একটি রাশ কথা । 鱷 বিপিন ঠিকমত কথাবার্তা বলিতে পারিতেছিল না। আজ কি স্বন্দর দিনটা, কার মুখ দেখিয়া যে উঠিয়াছিল আজ ! এই রাণাঘাট স্টেশনে জীবনের এমন একটা অদ্ভূত অভিজ্ঞতা —মানীর সঙ্গে দেখা— সে শুধু বলিল—আমারও এক রাশ কথা আছে, মানী । মানী বলিল—আমার একটি কথা রাখবে বিপিনা, পলাশপুরে এলো। বাবার কাজের দিন পড়েচে সামনের বুধবার, তুমি জার ছুদিন আগে এসো। তোমার আসা তো উচিতও, এসময় তোমায় দেখলে মাও যথেষ্ট ভরসা পাবেন। —যাওয়া আমার খুব উচিতও । বাবার আমলের মনিব, আমার একটা কর্তব্য তো আছে ; কিন্তু একটা কথা হচ্চে — মানী ছেলেমান্ধবের মত মিনতি ও আবদারের স্বরে বলিল—ও সব কিন্তু-টিন্ত শুনবে ন' ...জাসতেই হবে, তোমার পায়ে পড়ি, এলো বিপিনদা—আসৰে না ? এই সময় শাস্তি আসিয়া সলঙ্গ ভাবে অদূরে দাড়াইল । মানী বলিল— ও কে বিপিনদা ? বিপিন অপ্রতিভ হইয়া পড়িল। মানী জানে সে কি রকম চরিত্রের লোক ছিল পূর্বে, হয়তো ভাবিতে পারে পয়সা হাতে পাইয়া বিপিনদা আবার আগের মত—যাহাই হোক, শাস্তি কেন এ সময় এখানে আসিল । আর কিছুক্ষণ বেধিতে বসিলে কি হইত তাহার ! বলিল—ও গিয়ে আমাদের গায়েরই—মানে ঠিক আমাদের গায়ের নয়, আমি যেখানে ডাক্তারি করি সে গায়েরই—ওর বাৰা আমার রুগী । মানী বলিল—ডাকো না এখানে ! বেশ মেয়েটি। বিপিন শাস্তিকে ডাকিয়া মানীর সঙ্গে পরিচয় করাইয়া দিল। মানী তাহার হাত ধরিয়া ট্রাঙ্কের উপর বসাইয়া বলিল-বসো না ভাই এখানে, তোমার বাবার কি অস্কখ ? –চোখের অস্কখ, তাই ডাক্তারবাবুকে সঙ্গে করে জামরা রাণাঘাটের সায়েৰ ভাক্তারের কাছে দেখাতে এসেচি পরত। আপনি বুখি ডাক্তারবাবুর গায়ের লোক ? —না ভাই, আমার বাপের বাড়ী পলাশপুর, এখান থেকে চার ক্রোশ– এই সময় মানীর দেওর আসিয়া বলিল—বোঁদি, গাড়ী এই রাত্তির বেলা যেতে চায় না— অনেক কষ্টে একখানা ঠিক করেচি। চলুন উঠুন। মানী দেওরের সহিত বিপিনের পরিচয় করাইয়া দিল । মানীর দেওর বেশ ছেলেটি, কোন কলেজে বি. এ. পড়ে—এইটুকু মাত্র বিপিন শুনিল, তাহার মন তখন সে দিকে ছিল না।