পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৪২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণীগীর ফুলবাড়ী 8 e ༤༽ হৃষীকেশ বাড়ুষ্যের অবস্থা কত খারাপ তা বোঝা গেল একটু পরেই। তিনি নগদ বরপণ স্বরূপ একুশটি মান্তে টাকা দিতে চেয়েছিলেন, এখন বিবাহ সভায় দেখা গেল তিনি মাত্র এগারোটি টাকা খালার উপর সাজিয়ে রেখেছেন । বরকর্তা ছিলেন আমাদের গ্রামের দান্ড চক্রবর্তী, প্রবীণ লোক বলে তাকেই আমরা সঙ্গে নিয়েছি কর্তী সাজিয়ে, নইলে পাচুমামার তরফ থেকে বরকর্তী হবার কোন মান্তষ নেই তো ! ' দাণ্ড চক্ৰবৰ্ত্ত আমাদের উপদেশ মত বজেন-একুশ টাকার কথা ছিল, এগারো টাকা কেন ? বাকী টাকা না দিলে বর সভাস্থ করবার অল্পমতি দেব না। হৃষীকেশ বাড়ুধ্যে হাত জোড করে বল্পেন—আর যোগাড় করতে পারিনি-ওই নিয়ে অামায় মাপ করতে হচ্ছে বেহাই মশায় । আমার অবস্থার কথা আপনাকে আর কি বলব, ঘরের চালে দেবার জন্তে খড কিনে রেখেছিলাম –সেই খড় বেচে ফেলে দিয়ে তবে ওই এগারো টাকা যোগাড় করেছি। সামনে বর্ষ আসছে, ঘরের মধ্যে এসে দেখুন চাল ফুটো— আলো আসছে। ঘর সারাবার আর কোন সঞ্চয় নেই। আর টাকা হলেও এই জটি মাসে খড় পাব কোথায় ? এর পরে আমরা তর্ক চালাতাম, ছাড়তাম না। তোমার চালে খণ্ড নেই তা আমাদের কিরে বাপু ? মেয়ের বিয়ে দিতে এসেছ, আগে থেকে তোড়জোড় করনি কেন ? কুইল তোমার বিয়ে-থাওয়া—আমরা বর সভা থেকে উঠিয়ে নিয়ে যাব। এসব কথা বলা চলতো, কিন্তু পাচুমামা দেখি ছটফট করছে—তার ইচ্ছে নয় টাকার জন্তে আমরা বিয়ে ভেঙ্গে দিই বা কোন বাধা হষ্টি করি । সে আমায় ডেকে কানে কানে বঙ্গে, কি ছেলেমান্তর্ষি হচ্ছে । তার চোখমুখের করুণ ভাব দেখে আমি তো আর হেসে বাচিনে। সে কেবল ভাবছে, তার বিয়েটা বুঝি আমরা পাঁচজনে মিলে ভেস্তে দিলাম। যাই হোক, পাচুমামার অবস্থা দেখে আমরা আর বেশীদূর ব্যাপার গডাতে দিলাম না ; বর সভাস্থ করা হলো । মেয়েকে যখন আনা হলো, মেয়ের রূপ দেখে আমরা তো অবাক । এমন রূপসী মেয়ের সঙ্গে পাচুমামার বিয়ে হচ্ছে তা তো জানতাম না! কি গায়ের রং—কি স্বন্দন গড়নপিটন, আর তেমনি মূখী । অমন রূপের ভালি মেয়ে কালেভদ্রে চোখে পড়ে। তাই পাচুমামা ক্ষেপে উঠেছে এই বিয়ের জন্তে--তাই এত জুয়োচুরি, এত আটঘটি বাধা, এত দুর্ভাবনাপাছে এমন মেয়ে হাতছাড়া হয়ে ধায় । মনে মনে ভাবলাম–পাচুমামার অদৃষ্টট দেখছি বেজায় ভালো। নইলে এমন মেয়ে ওর জোটে ! ওর চাল নেই, চুলে নেই, তিন কুলে কেউ নেই—অজমুখ, গাজা খায়, নেশাভাঙ্গ করে, কোন বদমাইশিটা ওর বাকী আছে জিগ্যেস করি। আমার দাদাকে আর আমাকে তো ও-ই নষ্ট করেছে। তার ওপর পাঁচুমামা ঘোর জুয়াচোর আর ঘোর মিথ্যাবাদী। লোককে ঠকাতে এমন ওস্তাদ আর দুটি নেই । এই বিয়েই তো করছে জুয়োচুরি করে । DBBDD BBB LL BB BBS DDD DDD D DD DDD DD DDS DDDDB D BB মেয়ের বাপ । বিশেষ করে যখন এমন স্বন্দরী মেয়ে ।