পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৪৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণীগীর ফুলবাড়ী 8 »ፃ অনেকে পরামর্শ দিয়াছিল হোটেল খুলিতে। খারাপ কিছু চলে নাই, বেলা লোকজন খাইতেছিলও মন্দ নয় –কিসে কি হইল ভগবান জানেন, খরচে আয়ে আর কিছুতেই কুলায় না এমন হইয়া দাড়াইভে লাগিল। বাড়ীভাড়া বাকি পড়িয়া গেল তিন মাসের। বাড়ীওয়ালা শাসাইল জিনিসপত্র আটকাইয়া ভাড়া আদায় করবে। মুদির দেন, কয়লাওয়ালার দেন, তরকারীওয়ালার দেন, মাছওয়ালার দেন, দুধওয়ালীর দেন, ঠাকুরের মাহিনী বাকি, ঝি চাকরের মাহিনী বাকি—হোটেল চলে কি করিয়া ? সৰ্ব্বস্বাস্ত হইতে হইল—সত্যসত্যই সৰ্ব্বস্বাস্ত। এতটুকু সোনার গুড়া নাই ঘরে, এই কটি টাকা মাত্র সম্বল । বাড়ীতে পা দিলেই চৌকীদারি ট্যাক্সের তাগাদা—সেখানেও মুদ্ধির দেন, গোয়ালার দেনা কোন-বা দশ পনেরো টাকা না জমিয়া গিয়াছে ! তাহার উপর দেশের অবস্থা ঘে-রকম শোনা গেল, সব কিছু ডুবিয়া গিয়াছে, জিনিসপত্রের দাম চড়া, ধার মেলা দুষ্কর হইয়া উঠিবে এ বাজারে । স্ত্রীপুত্র হয়তো বা উপবাসে দিন কাটাইতেছে। নীরদ কত আশা করিয়া আছে, পূজার সময় ( আর দিন সতেরো বাকী পূজার ) স্বামী কলিকাতা হইতে সকলের জন্য নতুন কাপড় এবং টাকাকড়ি লইয়া বাড়ী ফিরিবে ! নীরদাকে একদিনের জন্তও খুশী করিতে পারে নাই সে । বিবাহ করিয়া পৰ্য্যস্ত অভাব অভাব-অভাব আর ঘুচিল না কোনদিন। অদৃষ্ট ! তাহার অদৃষ্ট না নীরদার অদৃষ্ট ? দুজনেরই ৷ দেশের স্টেশনে নামিয়া সহযাত্রীদের মুখে শুনিল, পায়ে হঁটিয়া গ্রামে পৌছানো যাইবে না। মাতুগঞ্জের বড় বিল ভাসিয়া রাস্তার উপর এক কোমর জল—এত রাত্রে নৌকাই ব৷ পাওয়া যায় কোথায় ? চিলমারির নবীন কলু তাহার মূদ্বীর দোকানের জন্ত কলিকাতায় মাল কিনিতে গিয়াছিল। সে তিন গ্রোস দেশলাই ও দুই তিনটি মিছরীর কুঁদে লইয়া বড় বিপন্ন হইয়। পড়িয়াছে । –এই যে দাদাঠাকুর । কলকেতা থেকে এলেন বুঝি ? এই গাড়ীতেই এলেন—কই দেখিনি তো ! এখন কি করে যাই বলুন তো। একটা লোক নেই ইন্টিশনে। নোঁকো থাকবার কথা বলা ছিল, কই কাউকে তো দেখছি নে। আপনিও তো যাবেন, ওদিকে সব জলে জলময় । একজন কুলি তাহাদের জিনিসপত্র ঝাকায় করিয়া লইয়া যাইতে রাজী হইল। কুলিটার মুখে শোনা গেল, স্টেশন ছাড়াইয়া ষে বড় মাঠ, কিছুদূর গেলে সেই মাঠের ধারে জেলেদের নৌকা ভাড়ার জন্ত মজুত আছে । মাঠ জলে ভাসিয়া সমূদ্রের মত দেখাইতেছে—শুধু বাবলী গাছ ও অন্তান্ত গাছপালার খানিকটা করিয়া জায়গা আছে মাত্র। শাস্তিরাম অবাক হইয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। বলিল্ল—ই্য নবীন, এ রকম বন্ধে তো আমাদের জ্ঞানে কখনো দেখিনি। এ কি হয়েছে, এ ষে চেন ৰায় না কিছু ! গায়ের মধ্যে জলঢুকেছে নাকি r ۹ د-سده . .)f