পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8২ e বিভূতি-রচনাবলী শাস্তিরাম বিরক্ত হইয়া বলিল—অt:, কি ছেলেমাণ্ডুবি কর –থামে।— ছেলেমেয়েরা কাদিয়; উঠিল। শাস্তিয়ামের ভাত খাওয়া হইল না—সে ভাত ফেলিয়া উঠিয়া নীরদার হাত ধরিল। স্বামীতে তুমুল ঝগড়া বাধিয়া গেল। নীরদাকে শাস্ত করিতে শাপ্তিরামের সময় লাগিল। মেয়েমানুষকে বোঝান দায়। অনেকক্ষণ পরে নীরদ কিছু প্রকৃতিস্থ হইল। চোখে মুখে জল দিয়া আসিয়া বলিল—তোমার খাওয়া হলো না—আর দুটি ভাত আছে, বেড়ে নিয়ে আসি— —ন না, থাক । শোয়া যাক এখন । রাত হয়েছে বারোটা কি একটা— শাস্তিরাম স্ত্রীর প্রতি মনে মনে বিরক্ত হইয়াছে—একজোড়া বালা না হয় গিয়াছে, তা বলিয়া, সে খাইতে বসিয়াছে আর এমন কুরুক্ষেত্র কাও ! ছিঃ, এর নাম সংসার ? একটু সানার কথা নাই, সহানুভূতি নাই! আচ্ছ, সন্ন্যাসী হইয়া গেলে কেমন হয় ? অনেকে তো যায়। সংসার আর ভাল লাগে না । 影 রামকৃষ্ণ পরমহংস ঠিকই বলিয়াছেন—কামিনী কাঞ্চন অসার । তাহদেরই গ্রামের পাশে বন্দিপুরের মুখুজ্জে বাড়ীর বড় ছেলে রাধাকাস্ত বহুদিন আগে সন্ন্যাসী হইয়া গিয়াছিল —এখন কি একটা বেশ বড় গোছের নাম লইয়া কাশীতে মঠ করিয়া আছে। বহু শিস্য সেবক । দুধ ঘি খায়, কোন কষ্ট নাই—পায়ের উপর মোহর প্রণামী । দিব্যি আছে। আর সংসার করিলে তাহারও দশা এই রকমই হইত—ছেলেপিলে লইয়া জড়াইয়া মল্লিতে হইত এতদিন । কামিনী কাঞ্চন সত্যই অপার ! নীরদাও স্বামীর উপর বিশেষ সস্তুষ্ট হইয়া উঠিল না । শুষ্টয়া গুইয়া ভাবিতে লাগিল, BBSBBS BBBB BBB BB S BB BS BBBBBB BB S BB BBB BB BBS BB S BBBBB SBB BBB BBB BBB BS BB BS0S ggBBBB BBS BBBB BB LLL DD S B BBDD DBBBB BBSS S BBBBSBBB BBS BB B BBBB BBS কত পুরুষ মাহুষ কত কাজ করিয়া পয়সা রোজগার করিতেছে, গরীব অবস্থা হইতে বড় লোক হইতেছে। আর তাহার স্বামী যাহা ঘরে আছে বা ছিল, তাহাও ঘুচাইয়া নিশ্চিন্ত হইয়া বাড়ী আসিয়া বসিল । বড়লোক হইতে সে চায় না। কিন্তু এই দুৰ্ব্বৎসরের বাজারে ছেলেপিলের মুখে অন্ন দিতে হইবে তো? এমন লোকের বিবাহ করা উচিত হয় নাই। বিবাহের শখ আছে, স্ত্রীপুত্র পুধিবার ক্ষমতা নাই। শেধরাত্রে ভয়ানক বৃষ্টি আসিল, ফুটা ছাদ দিয়া নানাস্থানে জল পড়িতে লাগিল । নীরদ ছেলেমেয়েদের লইয়া সরিয়া বিছানা পাতিল স্বামীর মশারি ভিজিতেছিল দেখিয়া তাহাকে উঠাইলু। শাস্তিয়াম কাচা ঘুম ভাঙ্গিয়া যাওয়াতে উঠিয়া বিছানার উপর বসিয়া বলিল— আঃ, কি ? —মশারি তিজছে—ওঠে একটু বুট এসেছে বড়।