পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদর্শ হিন্দুহোটেল Σ8Σ শ্বশুরবাড়ীর গ্রামের লোক বটে এবং বউয়ের পিতৃকুলের সহিত তাহার বহুদিন হইতে জানাশোনা আছে বটে । ঐচরণ বলিল—দাঠাকুর আমরা ছোট জাত, বলতে সাহস হয় না—যখন এবার পায়ের ধুলো দিয়েছেন তখন দু-চার ছিন এখানে এবার থাকুন না কেন ? বউমারও বড় সাধ আপনি দুদিন থাকেন, আমায় বলতি বলেচে আপনাকে । হাজারি এখানে কুটুম্বিতার নিমন্ত্রণ খাইতে আসে নাই, এমন কি আজ ওবেলা রওনা হইতে পারিলেই ভাল হয়। দুটি বড় হোটেলের কাজ, সে না থাকিলে সব বিশৃঙ্খল হইয়৷ যাইবে—হাজার কাজ বুঝিলেও নরেন এখনও ছেলেমান্বষ। তাহার উপর দুই হোটেলের ক্যাশের দায়িত্ব রাখা ঠিক নয়। রান্না করিবার সময় বউটিও ঠিক ওই অনুরোধ করিল। এখন দুদিন থাকিয়া যাইতে হইবে, যাইবার তাড়াতাড়ি কিসের ঐ সেবার ভাল করিয়া সেবাযত্ব না করিতে পারিয়া উহাদের মনে কষ্ট আছে, এবার তাহা হইতে দিবে না। হাজারি হাসিয়া বলিল—ম, সেবার ছুদিন থাকলে কোনো ক্ষেতি ছিল না—কিন্তু এবার তা আর ইচ্ছে করলেও হবার জো নেই। হাজারির কথার ভাবে বউটি অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া বলিল—কেন খুড়োমশায় ? এবার থাকতে পারবেন না কেন ? কি হয়েচে ? —সেবার চাকুরি ছিল না বলেছিলাম মনে আছে ? –এবার চাকুরি হয়েচে, তা বুঝতে পেরেচি। ভালই তো—ভগবান ভালই করেচেন । কোথায় খুড়োমশায় ? —গোপালনগরে ৷ —ও ! তাই এ রাস্ত দিয়ে হেঁটে যাচ্চেন বুঝি ? —ঠিক বুঝেচ মা । মায়ের আমার বড় বুদ্ধি ! বধুটি সলজ্জ হাসিয়া বলিল—আহা, এর মধ্যে আবার বুদ্ধির কথা কি আছে খুড়োমশায় ? —বেশ, কিন্তু তুমি বঁটি দেখে কোটো মা । আঙুল কেটে ফেলবে । ঝিঙেগুলো ধুয়ে ফেল এবার— —গোপালনগরের কোথায় চাকুরি করচেন খুড়োমশায় ? —কুণ্ডুদের বাড়ী । —খুব বড়লোক বুঝি ? —নিশ্চয়ই। নইলে রাধুনী রাখে কখনো পাড়াগায়ে ? খুব বড়লোক । —ওদের বাড়ী পুজো হয় খুড়োমশায় ? —খুব জাকের পূজো হয়। মস্ত প্রতিমে । যাত্রা, পাচলি— আমায় নিয়ে দেখিয়ে আনবেন এবার পুজোর সময় ? আপনার কোনো হাংনাম পোয়াতে হবে না। আমাদের বাড়ীর গরুর গাড়ী আছে, তাতে উঠে বাপে-ঝিয়ে,ৰাৰো ।