পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ծ8Հ বিভূতি-রচনাবলী আবার তার পরদিন দেখেশুনে ফিরবে। কেমন ? --বেশ তো । —নিয়ে যাবেন তাহলে, কথা রইল কিন্তু । আমি কখনো কোনো জায়গায় যাই নি খুড়োমশায়, বাপের বাড়ীর গা আর শ্বশুরবাড়ীর গা—হয়ে গেল। আমার বডড কোনো জায়গায় যেতে দেখতে ইচ্ছে করে। তা কে নিয়ে যাচ্ছে ? হাজারির মনে অত্যস্ত কষ্ট হইল। মেয়েটিকে একটু শহর-বাজারের মুখ তাহাকে দেখাইতেই হইবে। সে বুঝাইয়া বলিল, তাহার দ্বারা যাহা হইবার তাহা সে করিবেই। পাকা কথা থাকিল । একবার তামাক খাইয়া লইয়া বলিল—ম, সেই টাকার কথা মনে আছে ? —ই্যা খুড়োমশায় । টাকা আপনার দরকার ? —কত দিতে পারবে ? —তখন ছিল আশি টাকা--এই দু-বছরে আর গোটা কুড়ি হয়েছে। বধুটি লজ্জায় মুখ নিচু করিয়া বলিল—আপনার জামাই লোক ভাল। গত সন তামাক পুতে ই-পয়সা লাভ করেছিল, আমায় তা থেকে কুড়িটা টাকা এনে দিয়ে বললে, ছোট বে। রেখে দাও । এ তোমার রইল । —বেশ, টাকাটা আমায় দিয়ে দাও সবটা । –নিয়ে যান। আমি তো বলেছিলামই সেবার— —ভাল মনে দিচ্ছ তো মা ? বধু জিভ কাটিয়া বলিল—অমন কথা বলবেন না খুড়োমশায়, আপনি আমার বাপের বfয়সী ব্রাহ্মণ দেবতা-দুটো কানা কড়ি আপনার হাতে ধিয়ে অবিশ্বাস করব, এমন মতি যেন ভগবান না দেন । মেয়েটির সরল বিশ্বাসে হাজারির চোখে জল আসিল । বলিল—বেশ, তাই দিও। স্বদ কি রকম নেবে ? —ম্বা আপনি দেবেন। আমাদের গায়ে টাকায় দু-পয়সা রেট — —তাই পাবে আমার কাছে । হাজারি খাইতে বসিয়া কেবলই ভাবিতেছিল মাত্র এক শত টাকার মূলধনে মেয়েটিকে সে এমন কিছু বেশী লাভের অংশ দিতে পরিবে না তো । অংশীদার সে করিয়া লইবে তাহাকে নিশ্চয়ই—কিন্তু এক শত টাকায় কত আর বাধিক লভ্যাংশ পড়িবে। হাজারির ইচ্ছা মেয়েটিকে সে আরও কিছু বেশী করিয়া দেয়। রেলওয়ে হোটেলের অংশে যে অন্ত কাহারও নাম থাকিবার উপায় নাই--নতুবা ওখানকার আয় বেশী হইত বাজারের হোটেলের চেয়ে । DDDSDBB BB BBD DD DDD BBDD DDB BBB DDSDDBB পূৰ্ব্বে ৰেীটি হাজারির নিকট এক শত টাকা গুণিয়া দিল। হাজারি রাণাঘাট হইতেই