পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদর্শ হিন্দু-হোটেল »ge একখানা হ্যাগুনোট একেবারে টিকিট মারিয়া আনিয়াছিল, কেবল টাকার অঙ্কটি বলাইয়া নাম সই করিয়া দিল। হাজারির অত্যন্ত মায়া হইল মেয়েটির উপর। যাইবার সময় লে বার বার বলিল—এবার যখন আসবে, শহর ঘুরিয়ে নিয়ে আসবে। কিন্তু মনে থাকে ८५न भ1 ॥ —গোপালনগর ? —যেখানে বল তুমি । —আবার কবে আসবেন ? —দেখি, এবার হয়তো বেশী দেরি হবে না। এখান হইতে নিকটেই বেলের বাজার-ক্রোশ দুয়ের মধ্যে । হাজারির অত্যন্ত ইচ্ছা হইল বেলের বাজারে সেবার যে মুদীর দোকানে আশ্রয় লইয়াছিল, তাহার সহিত একবার দেখা করে। জ্যোৎস্ন রাত আছে, শেষ রাত্রের দিকে বেলের বাজার হইতে বাহির হইলেও বেলা আটটার মধ্যে রাণাঘাট পৌছানো যাইবে । বেলের বাজারের মুদী হাজারিকে দেখিয়া চিনিল, খুব যত্ন কৰিয়া থাকিবার জায়গা করিয়া দিল । তামাক সাজিয়া ব্রাহ্মণের হুকায় জল ফিরাইয়া হাজারির হাতে দিয়া বলিল— ইচ্ছে করুন, ঠাকুরমশায় । তা এখন আপনার কি করা হয় ? সেবার তো চাকুরির চেষ্টায় বেরিয়ে ছিলেন— —ই্যা সেবার তো চাকুরি পেয়েওছিলাম—গোপালনগরে কুতুবাবুদের বাড়ী। —ও । তা বেশ বেশ । গোপালনগরের কুতুবাবুর। এদিগরের মধ্যে নাম-করা বড়লোক । লোকও তেনারা শুনিfচ বড় ভাল । কত মাহনে দেয় ঠাকুরমশাই ? —তা দিত দশ টাকা আর খাওয়া-পরা। —ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন বুঝি ? এখন গোপালনগরেই যাবেন তো ? —লা, আমি আর সেখানে নেই। মুম্বী দুঃখিত স্বরে বলিল—আহা! সে চাকুরি নেই? তবে এখন কি— হাজারি বসিয়া বসিয়া তাহার হোটেলের ইতিহাস আহপূর্বক বর্ণনা করিল। দোকানী পাকা ব্যবসাদার; ইহার কাছে এ গল্প করিয়৷ মুখ আছে, ব্যবসা কাহাকে বলে এ বোঝে। রাত প্রায় সাড়ে আটটা বাজিল। হাজারির গল্প শুনিয়া মুম্বী তাহাকে অন্ত চোখেই দেখিতে আরম্ভ করিয়াছে, সম্রমের সহিত বলিল—ঠাকুরমশাই, রাত হয়েছে, রস্থয়ের যোগাড় করে দিই। তবে একটা কথা, আমার দোকাণের iপনিসপত্তরের দাম এক পয়সা দিতে পারবেন নী— —সে কি কথা ! —না ঠাকুরমশায়, এখন তো পথ-চলতি খদের নন, আমারই মত ব্যবসাদার, বন্ধু লোক । DDB BBB DDS DDg ggg0 BB GGGDDS ggB B BBBS BB BBB BBS BB