পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদর্শ হিন্দুহোটেল २१ পদ্ম উকি মারিয়া বলিল—কেবল বিড়ি খাওয়া আর কেবল ৰিড়ি খাওয়া। ওদিকে বাবুর বাড়ী থেকে নেকি দুবার ফিরে গেল—তখনি তো বলেচি হাজারি ঠাকুরকে দিয়ে এ কাজ হবে না—বলি বিড়িটা ফেলে কাজে হাত দেও না, রাত কি আর আছে ? হাজারি ঠাকুর সত্যই কিছু অপ্রতিভ হইয়া বিড়ি ফেলিয়া দিল। পদ্ম ঝিয়ের সামনে সে একথা বলিতে পারিল না যে, লুচি বেলিবার লোক নাই। আবার সে লুচি ভাজিতে আরম্ভ করিয়া দিল একাই । রাত এগারোটার বেশী দেরি নাই। হাজারির এখন মনে হইল যে, সে আর বসিতে পারিতেছে না। কেবলই এই সময়ট মনে আসিতেছিল দুটি মুখ। একটি মূখ তাহার নিজের মেয়ে টেপির—বছর বারো বয়স, বাড়ীতে আছে ; প্রায় পাঁচ ছ'মাস তার সঙ্গে দেখা হয় নাই—আর একটি মুখ কুমুমের । ওবেলা কুমুমের সেই যত্ন করিয়া বসাইয়া জল খাওয়ানো--তার সেই হাসিমুখ..টেপির মুখ আর কুস্কমের মুখ এক হইয়া গিয়াছে...লুচি ও বিয়ের বুদ্ধ দে সে তখনও যেন একখানা মূখই দেখিতে পাইতেছে—টেপি ও কুক্কম দুইয়ে মিলিয়া এক-••ওরা আজ যদি দু’জনে এখানে থাকিত । ওদিকে কুসুম বসিয়া হাসিমুথে লুচি বেলিতেছে এদিকে টেপি••• —ঠাকুর ! স্বয়ং কর্তামশায়, বেচু চকৃত্তি। পিছনে পদ্ম ঝি। পদ্ম ঝি বলিল-ও গাজাখোর ঠাকুরকে দিয়ে হবে না আপনাকে তখুনি বলিনি বাৰু? ও গাজী খেয়ে বুদ হয়ে আছে, দেখচো না ? কাজ এগুবে কোথেকে ! হাজারি তটস্থ হইয়া আরও তাড়াতাড়ি লুচি খোলা হইতে তুলিতে লাগিল। বাবুদের লোক আসিয়া বসিয়া ছিল। পদ্ম ঝি যে লুচি ভাজা হইয়াছিল, তাহীদের ওজন করিয়া দিল কর্তাবাবুর সামনে। পাঁচ সের ময়দার লুচি বাকী থাকিলেও তাহারা লইল না, এত রাত্রে লইয়া গিয়া কোনো কাজ হইবে না । বেচু চৰুত্তি হাজারিকে বলিলেন—ওই ঘি আর ময়দার দাম তোমার মাইনে থেকে কাটা বাবে । গাজাখোর মাস্থ্যকে দিয়ে কি কাজ হয় ? হাজারি বলিল—আপনার হোটেলে সব উন্টে বন্দোবস্ত বাবু । কেউ তো বেলে দিতে আসেনি এক মতি চাকর ছাড়া । সেও গাড়ীর টাইমে ইষ্টিশনে খদের আনতে গেল, আমি কি করবো বাৰু ! বেচু চকত্তি বলিলেন—সে সব শুনচি নে ঠাকুর । ওর দাম তুমি দেবে। খন্ধের অর্ডার ফেরত দিলে সে মাল আমি নিজের ঘর থেকে লোকসান দিতে পারিনে, আর মাথা নেচিकfü अग्रक्ष । হাজারি ভাবিল, বেশ, তাহাকে যদি এদের দাম দিতে হয়, লুচি ভাজিয়া সে নিজে লইবে । রাত সাড়ে এগারোটা পৰ্য্যস্ত খাটিয়া ও মতি চাকরকে কিছু অংশ দিবার জন্য লোভ দেখাইয়া তাহাকে দিয়া লুচি বেলাইয়া সব ময়দা ভাজিয়া তুলিল। মতি তাহার অংশ লইয়া চলিয়া গেল।