পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অম্নবৰ্ত্তন সকলে বলিলেন, কেন, কেন, কী বলুন ? —মিঃ আলম হেডমাস্টার হোন, তাতে আমার কোন আপত্তি নেই। কিন্তু সাহেবের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র আমি পছন্দ করি নে। এ ঠিক নয়। ক্ষেত্রবাবু বলিলেন, তা ছাড়া আপনি কি ভেবেছেন, এ কখনও হবে ? এ হল "কালনেমির লঙ্কাভাগ’ । বাহিরে আসিয়া সকলেরই মন হাওয়া-বার-হওয়া বেলুনের মত চুপ সিয়া গিয়াছিল। এতক্ষণ বড় বড় কথা, প্রস্তাব গ্রহণ-প্রত্যাখ্যান প্রভৃতি ব্যাপারের মধ্যে থাকিয়া নিজেদের পার্লামেণ্টের মেম্বরের মত পদস্থ বলিয়া মনে হইতেছিল। সাহেব-তাড়ানো, সাহেব-বাচানো প্রভৃতি বৃহৎ বৃহৎ কৰ্ম্মে ডিক্রি-ডিসমিসের মালিক বুঝি তাহারাই—বর্তমানে ওয়েলেসলি স্ত্রীটের কঠিন পাষাণময় ফুটপাথে পা দিায়ই সে ঘোর তাহাদের কাটিতে শুরু করিয়াছে। যদুবাবু, যিনি অতগুলি প্রস্তাব আনয়নকারী উৎসাহী মেম্বর, তিনিও টানিয়া টানিয়া বলিলেন, হয় বলে তো বিশ্বাস হচ্ছে না, তবে দেখ—সাহেবকে তাড়াবে কে ? শরৎবাবু বলিলেন, আপনি কখন কোনদিকে থাকেন যদুদ, আপনাকে বোঝা ভার। এই মিঃ আলমকে গালাগাল না দিয়ে জল খান না, আবার দিব্যি ওকে হেডমাস্টার করার প্রস্তাবে রাজী হয়ে গেলেন ! কেন, আমরা সকলে ঠিক করেছি রামেন্ধুবাবুকে ছাড়া আর কাউকে হেডমাস্টার করা হবে না । জোতিৰ্ব্বিনোদ বলিলেন, আমিও তাই বলি। ক্ষেত্রবাবু বলিলেন, আমারও তাই মত । যদুবাবু রাগিয়া বলিলেন, বেশ তোমরা ! আমিও বলি, রামেন্দুবাবুই উপযুক্ত লোক। আমি ওখানে না বলে করি কী ? অালম যখন ৪-রকম ক'রে বললে, না বলি কী ক’রে ? রামেন্দুবাৰু বলিলেন, আপনাদের কারও লজ্জা বা কিছুর কারণ নেই। ক্ষেত্রবাৰু ঠিক বলেছেন, এ সব কালনেমির লঙ্কাভাগ হচ্ছে। ক্লার্কওয়েল সাহেব যথেষ্ট উপযুক্ত লোক, যদি তিনি চলে যান, তা হলে যে-কেউ হতে পারেন, আমার কোনও লোভ নেই ওতে । ক্ষেত্রবাবু বলিলেন, তা নিয়ে এখন আর তর্কাতকি করে কী হবে ? তবে আমার এই মত সাহেবের জায়গায় যদি কেউ হেডমাস্টার হওয়ার উপযুক্ত থাকেন স্টাফের ভেতর, তবে রামেন্দুবাবু আছেন। - যদুবাবু বলিলেন, আমি কি বলেচি নয় ? —বলছিলেন তো দাদা, আমি সোজা কথা বলব। —না, এ তোমার অন্যায় ক্ষেত্র ভায়া। তুমি আমার কথা না বুঝে আগেই— রামেন্দুবাৰু হাসিয়া উভয়ের বিবাদ থামাইয়া দিলেন। সেদিনকার চায়ের মজলিস শেষ হইল।