পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেয়াল ইক্টশানে ৰসে থাকবে ? यबूवांबूद्ध छौ रुंगमिटड लाश्रिज । —জাঃ কী মুশকিলেই পড়েছি বিয়ে করে ! ঝাড় হাত-পা থাকলে আজ আমার ভাবনা কি ? তোমার ভাবনা ভাবতে ভাবতেই প্রাণ গেল। যদুবাবুর স্ত্রী কাদিতে কঁাদিতে বলিল, আমার ভাবন কী ভাবতে হচ্ছে তোমায় ? ফেলে রেখেছ এখানে আজ দেড় বছর—জরে ভুগে ভুগে আমার শরীরে কিছু নেই, তাও তোমাকে কি কিছু বলেছি । মূখনাড়া আর খোটা দুটি বেলা হজম করতে হত যদি আমার মত, তবে বুঝতে ! এততেও তোমার কাছে ভাল হলাম না। তার চেয়ে আমি গলায় দড়ি দিয়ে মরি, তুমি ঝাড়া হাত-পা হও, আপদ চুকে যাক । —আচ্ছা, থাম থাম, রাত-দুপুরে কারাকাটি ভাল লাগে না। ঘুম আসচে। ওরা শুনতে পাবে-এক ঘর, এক দোর, দেখি যা হয়— —তুমি এবার না নিয়ে গেলে অবনী ঠাকুরপো শুনবে নাকি ? স্বামী-স্ত্রীতে পরামর্শ হয়েছে এবার আমাকে তোমার সঙ্গে ওরা পাঠিয়ে দেবেই। ওদের বাড়ীতে জায়গা হচ্চে না—ওর ভগ্নিপতি নাকি আসবে শুনছি এ মাসের শেষে। সত্যিই তো, ঘরদোর নেই, ওদের অস্ববিধে হয় বইকি। এতদিন তো রাখলে । —হঁ্যা, রেখেছে তো মাথা কিনেচে কি না ! ভারি করেচে ! অfর আমার মেসে গিয়ে যে সাত দিন থেকে এল, আজ সিনেমা রে, কাল ইয়ে রে, তখন ? —তুমি বুঝি অবনী-ঠাকুরপোকে টাকা দাও নি সেবার, সে কী খোট। আর তোমার নামে কী সব কথা আমায় শুনিয়ে শুনিয়ে স্বামী-স্ত্রীতে দিনরাত ! আমি বলি, আর তো আমার সছ হয় না, এক দিকে চলেই যাই, কি, কী করি । এত কষ্ট গিয়েছে সে সময় । —আচ্ছা, থাকু সে-সব কথা এখন। রাত হয়েচে ঘুম আসচে–সারাদিন খাটুনি আর রাত্তির কালে ভ্যাজর-ভ্যাজর ভাল লাগে না । যদুবাৰু বোধ হয় ঘুমাইয়া পড়িলেন। র্তাহার স্ত্রী নিঃশব্দে কাদিতে লাগিল। কিছুকাল পরে বলিল, ঘুমুলে নাকি ; ওগো ! যদুবাৰু বিরক্তির স্বরে বলিলেন, আঃ, কী ? , —তোমার পায়ে পড়ি, আমায় এবার এখানে রেখে যেয়ে না। আমি আর সহি করতে পারছি নে—তুমি বোঝ। কখনও তো তোমায় এমন করে বলি নি—কেবল ওই ঠাকুরবিয় জন্যে এখানে এতদিন থাকতে পেরেচি। নইলে কোন কালে এতদিন—একবার রীিয়ে দিলে, তুমি নাকি বিয়ে করেছ, আমার ছেলেপিলে হল না বলে। বলে, দাদা সেইজন্যেই বউদিদিকে ত্যাগ করে আমাদের ঘাড়ে চাপিয়ে রেখে গিয়েছে। সে কত কথা ! আমি ভেবে ক্ষেণে মরি। শুধু ঠাকুরঝি আমায় বোঝাত, বউ, তার কি এখন বিয়ের বয়স আছে যে, বিয়ে করবে ? তুমি ওসব শুনে না। —তুমিও কি ভাব নাকি আমার বিয়ের বয়স নেই ?