পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী আপীল রুজু হুইল অবশেষে। আপীলে ধাৰ্য্য হইল, সেই ক্লাসের ছেলেরা আরও পনেরো মিনিট বেশী সময় পাইবে। যন্ধুবাবুকে অপ্রসন্নমুখে আরও কিছুক্ষণ বসিয়া থাকিতে হইল । কেরানী প্রত্যেক টীচারের কাছে স্লিপ পাঠাইয়া দিল,-মাহিনা আজ দেওয়া হইবে, খাইবার সময় যে যার মাহিনা লইয়া যাইবেন। প্রায় সব টীচারই সারা মাস ধরিয়া কিছু কিছু লইয়া আসিয়াছেন—বিশেষ কিছু পাওনা কাহারও নাই। কাটাকাটি করিয়া কেহ বারো টাকা, কেহ পনেরো টাকা হাতে করিয়া বাড়ী ফিরিলেন। ইহার মধ্যে যন্ধুবাবুর অভাব সৰ্ব্বাপেক্ষ বেশী, তাহার পাওনা দাড়াইল পাচ টাকা কয়েক আনা । ক্ষেত্রবাবু বলিলেন, চা খাবেন নাকি যদুদণ ? চলুন। যদুবাবু দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, আর চ!! যা নিয়ে যাচ্ছি এ দিয়ে স্ত্রীর এক জোড়া কাপড় নিয়ে গেলেই ফুরিয়ে গেল । দুইজনে চায়ের দোকানে গিয়া ঢুকিলেন। ক্ষেত্রবাৰু জিজ্ঞাসা করিলেন, কী খাবেন যদুদা ? আর এখন তো স্কুলের মধ্যে আপনিই বয়সে বড়, নারাণবাবু যারা যাওয়ার পরে। — দেখতে দেখতে প্রায় দু বছর হয়ে গেল। দিন যাচ্চে, না, জল যাচ্চে ! মনে হচ্চে সে দিন মারা গেলেন নারাণদ । —হেডমাস্টারকে বলে নারাণবাবুর একটা ফোটো, কি অয়েলপেক্টিং—পাগল হয়েছ ভায়া, পুওর স্কুল, মাস্টারদের মাইনে তাই আজ পনেরে বছরের মধ্যে বাড়া তো দূরের কথা, ক্রমে কমেই যাচ্চে—তাও দু মাস খেটে এক মাসের মাইনে নিতে হয়। এ স্কুলে আবার অয়েলপেন্টিং ঝুলনো হবে নারাণবাবুর—পয়সা দিচ্চে কে ? দোকানের চাকর সামনে দুই পেয়ালা চা ও টোস্ট রাখিয়া গেল। যদুবাৰু বলিলেন, না ম। টোস্ট না, শুধু চা ৷ ক্ষেত্রবাবু বলিলেন, খান দাদ। আমি অর্ডার দিয়েচি, আমি পয়সা দেব ওর। —তুমি খাওয়াচ্চ ? ংেশ বেশ, তা হলে একখানা কেকৃও অমনি— দুইজনে চা খাইতে খাইতে গল্প করিতেছেন, এমন সময়ে খবরের কাগজের স্পেশাল লইয়া ফিরিওয়ালাকে ছুটিতে দেখা গেল—কী একটা মুখে চিৎকার করিয়া বলিতে বলিতে ছুটিতেছে। ক্ষেত্রবাবু বলিলেন, কী বলচে দাদা ? কী বলচে ? দোকানী ইতিমধ্যে কখন বাহিরে গিয়াছিল। সে একখানা কাগজ আনিয়া টেবিলের উপর রাখিয়া বলিল, দেখুন না পড়ে বাবু-জাপান, ইংরেজ আর মার্কিনের বিরুদ্ধে যুদ্ধ করচে- - ছুইজনেই একসঙ্গে বিশ্বয়স্থচক শব্দ করিয়া কাগজখানা উঠাইয়া লইলেন। ধন্থবাৰুই চশমgখানা তাড়াতাড়ি বাহির করিয়া পড়িয়া বিস্ময়ের সঙ্গে বলিলেন, য়"া—এ কী ! এই তো লেখা রয়েছে জাপান য়্যাটাস পার্ল হারবার—এ কী ! গ্রেট ব্রিটেন আর মার্কিন—