পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী —হেডমাস্টার নোট করেচেন— ধন্থবাৰু উন্মাসহকারে বলিলেন, ও, তবেই আমার সব হল ! মোট করেচেন তো ভারিই করেচেন ! গেরস্ত মাছুয, কাটা ধরে আসা সল সময় চলে না । মি: আলম চুপ করিয়া রহিল। টিফিনের পর যন্ধুবাবুর পুনরায় ডাক পড়িল আপিলে। ক্লার্কওয়েল বলিলেন, ওয়েল, যদুৰাৰু, আমার স্কুলে শুনলাম আপনার অস্ববিধে হচ্ছে ? যন্ধুবাবু আমতা আমতা করিয়া বলিলেন, কেন স্যার ? বুঝিলেন, আলমের কাছে ওবেলা যাহা বলিয়াছিলেন তাহ সাহেবের কানে উঠিয়াছে। —আপনার বোঙ্গ লেট হচ্ছে স্কুলে, অথচ ঘরের কাজ ঠিকমত করতে পারছেন না শুনলাম। —ম্বরের কাজ ? না তার, ঘরের কাজ ক্লার্ক ওয়েল সাহেব বলিলেন, বহন ওখানে। এখন কোন ক্লাস আছে ? —আজ্ঞে, থার্ড ক্লাসে হিস্ট্রির ঘণ্টা। —আচ্ছা, যাবেন এখন। আপনি আজ প্রেয়ারের সময় ছিলেন না, রোজই থাকেন না। —আমি কেন তার, ঐশ থাকে না, হীরেনবাবু থাকে না, ক্ষেত্রবাবু থাকে না। —আমি জানি কে কে থাকে না। আপনার বলার আবশ্বক নেই। আপনি ছিলেন না কেন ? লেট করেন কেন রোজ ? —খেতে একটু দেরি হয়ে যায় স্তার। —বেশ, মাই গেট ইঙ্গ, ওপ,ন। আপনার অল্পবিধে হলে আপনি চলে যেতে পারেন। যদুবাৰু নিরুত্তর রহিলেন। সাহেবের আড়ালে যাহাই বলুন, সামনাসামনি কিছু বলিবার সাহস তাহার নাই। অন্তত এতদিন কেহ দেখে নাই । —আচ্ছ, যান ক্লাসে কাল থেকে আমার আপিসে এসে সই করবেন আগে। যদুবাৰু পরের ক্লাসের ঘণ্টা পড়িলে আপিসে আসিয়াই ক্ষেত্রবাবুকে সামনে দেখিতে পাইলেম । তখনও অন্য কোন শিক্ষক আপিস-ঘরে আসেন নাই। ক্ষেত্রবাৰু মুর নীচু করিয়া জিজ্ঞাসা করিলেন, তলব হয়েছিল কেন ? বন্ধুবাবু বলিলেন, ওঃ, অত আস্তে কথা কিসের ? বলব লোজা কথা, তার আবার অত ঢাক-ঢাক গুড়-গুড়– o হঠাৎ বন্ধুবাবুকে বাকুশক্তি রহিত হইতে দেখিয়া ক্ষেত্রবাবু সবিস্ময়ে পিছন ফিরিয়া চাহিতেই একেবারে য়্যালিস্ট্যান্ট হেডমাস্টার মি: আলমের সহিত চোখোচোখি হইয়া গেল । আলম বলিল, ক্ষেত্রবাবু, ফোর্থ ক্লাসে একজামিনের পড়া দেখিয়ে দিয়েছেন ? —মুঙ্গে ধ্যা। —খয়ালু। —কাল দেব।