পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবাগত * 6వ দিকে আসতে দেখে একটু আশ্চৰ্য্য হলাম। লোক ছ’টির মধ্যে একজন ভট চাজ বামুন, মাথায় টিকি, ফর্ম রং, গায়ে সাদা উড়নি। অন্য লোকটি আঠারো উনিশ বছর বয়সের ছোকরা মাত্র। দু’জনেই খুব ঘৰ্ম্মাক্ত, ছাপাতে ছাপাতে যেন অনেক দূর থেকে আসচে। ভট চাজ মশায় আমার কাছে এসে বরেন—ও: ছুটতে ছুটতে এসে ধরেচি। পাওয়া গিয়েচে শেষকালে । তোমার পিসিমার বাড়ী গিয়ে শুনি তুমি আধ ঘণ্ট আগে বেরিয়েচ—তখুনি রমেশকে বল্লাম, পা চালা, রমেশ ধরতেই হবে পথে । আশ্চৰ্য্য হয়ে বল্লাম—ব্যাপার কি ? আপনার আমায় খুঁজচেন ? —হ্যা, বাবাজী হ্যা। দাড়াও একটু জিরিয়ে নিই আগে— মনে মনে ভাবচি এমন তো কোথাও চুরি বা খুন করে পালচ্চি নে, তবে এর এমন ব্যস্তসমস্ত হয়ে আমার পেছনে ছোটে কেন ? কিন্তু কিছু পরেই ভট্চাজ মশায় আমার কৌতুহল নিবৃত্তি করলেন। আমায় বল্পেন—তোমায় এখুনি যেতে হলে বাবাজী। এই পাশেই গ্রাম, সীতানাথ বাবুর নাম শোনোনি ? এ অঞ্চলের জমিদার। তোমার সঙ্গে তার এক মেয়ের সম্বন্ধ আমিই প্রস্তাব করেচি। তুমি এসেচ খবর পেয়ে তোমার পিসিমার বাড়ী দৌড়েছিলাম। এটি আমার ভাইপো – এতক্ষণে অনেকটা পরিষ্কার হয়ে গেল বটে, কিন্তু সবটা নয় । বল্লাম—কিন্তু আমি সেখানে যাবে। কেন হঠাৎ ? —মেয়ে দেখতে, মেয়ে দেখতে । র্তারাই পাঠিয়ে দিয়েছেন আমায় ! সীতানাথ বাপু বল্লেন—নিয়ে এসে তাকে ! —তিনি কি করে জানলেন আমি পিসিমার বাড়ী গিয়েচি— —তোমার যাবার দিন আমি তোমাকে দেখেছিলাম বাবাজী । সে দিন হাটে তোমার পিসেমশায়ের সঙ্গে দেখা, তিনি বল্লেন, তুমি ওখানেই আছ। আমি এসে সীতানাথ বাবুকে বলতেই তিনি বল্লেন, নিয়ে এসো, মেয়ে দেখে যান তিনি ? আমার মনের খটকা গেল না । কোথাও কিছু ভুল হয়ে থাকবে হয়তো । আমি বিবাহ করার জন্যে অত্যন্ত ব্যগ্র হয়ে উঠিনি। আমার পিসেমশায়ের বাড়ী ছ’বছর পাঁচ বছর অন্তর একবার যাই, তিনিই বা কি করে জানলেন আমি বিয়ে করবো কি না। হঠাৎ আমার মনে একটা তীব্র কৌতুহল হ’ল। এমন ভাবে রাস্তা থেকে ডেকে কেউ আমাকে কখনো মেয়ে দেখাতে নিয়ে যায় নি। সীতানাথবাবু কেমন জমিদার, কেমন তার মেয়ে, এ আমায় দেখতে হবে। ওরা ছ'জনে আমায় নিয়ে পাশের এক রাস্তা ধরলে। সে রাস্তার দু’ধারে ঘন বঁাশবন, কাপালীপাড়ার কুম্ভকার পাড়া ছাড়িয়ে একটা খুব বড় মাঠ, মাঠের মধ্যে অনেক দূরে কাদের একটা সাদা রংয়ের বাড়ী । ভট চাজ মশায় বল্পেন—ওই হ’ল রায়েদের বাড়ী—এ অঞ্চল নামভাক আছে ওদের । বংশও খুব ভালো—নাম শোনো নি ? दि. ब्र. १-२१