পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अनांशांनू१ ২৯৭ আনতে হবে । না, এও স্বপ্ন, এখনো যেন বিশ্বাস হয় না এত সৌভাগ্য । ডলি চেচিয়ে ডাকচে দোতলার বারান্দ থেকে—ওমা, শীগগির গা ধুয়ে এসো—বাবা চা চাইচে—এসো চট করে-- শু্যামলী স্বপ্নলোক থেকে নেমে এল । সাবানের বাক্সটা নেই। আনতে ভূলে গিয়েচে তাড়াতাড়িতে । —মুক্তোর মা, ছুটে যাও বড়দিদিকে বলগে যাও, ছোট তেরঙ্গের মধ্যে সাবানের বাকুটি। আছে, দিতে । বিপদ বাড়ী বসিয়া লিখিতেছিলাম । সকাল বেলাটায় কে আসিয়৷ ড কিল—জ্যাঠামশাই ?. একমনে লিখিতেছিলাম, একটু বিরক্ত হইয়া বলিলাম—কে ? বালিকা-কণ্ঠে কে বলিল—এই আমি, হাজু। —হজু? কে হাজু ? বাহিরে আসিলাম। একটি ষোল সতরো বছরের, মলিন বস্তু পরনে মেয়ে একটি ছোট ছেলে কোলে দাড়াইয়া আছে। চিনিলাম না। গ্রামে অনেকদিন পরে নতুন আসিয়াছি, কত লোককে চিনি না। বলিলাম—কে তুমি ? মেয়েটি লাজুক স্বরে বলিল—আমার বাবার নাম রামচরণ বোষ্টম । এইবার চিনিলাম—রামচরণের সঙ্গে ছেলেবেলায় কড়ি খেলিতাম। সে আজ বছর পাচ ছয় হইল ইহলোকের মায়া কাটাইয়া সাধনোচিত ধামে প্রস্থান করিয়াছে সে সংবাদও রাখি । কিন্তু তাহার সাংসারিক কোনো খবর রাখিতাম না । তাহার যে এতবড় মেয়ে আছে, তাহ এখনই জানিলাম । বলিলাম—ও ! তুমি রামচরণের মেয়ে ? বিয়ে হয়েছে দেখছি। শ্বশুরবাড়ী কোথায় ? —কালোপুর । —বেশ বেশ । এটি খোকা বুঝি ? বয়েস কত হলো ? —এই দু বছর । —বেশ । বেঁচে থাক । যাও বাড়ীর মধ্যে যাও । —আপনার কাছে এইচি জ্যাঠামশাই । আপনি লোক রাখবেন ? —লোক ? না, লোক তো আছে গয়লা বোঁ । আর লোকের দরকার নেই তো। কেন ? থাকবে কে ? — আমিই থাকতাম। আপনার মাইনে লাগবে না, আমাদের দুটো খেতে দেবেন। —কেন তোমার শ্বশুরবাড়ী ?