পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• Gवशांक्षiङ्गं% 0.3% ওদের একজন পায়ে পায়ে এগিয়ে গেল। বিপিন মাস্টার বললেন—দেরি কিসের ? --আজে, এ চড়— —কি ? এচিড় ? কিসের এচিড় ? সরে এসে এদিকে— পিঠে বেত পড়বার আর দেরি নেই দেখে হারুণভূমিকাবাহুল্য না করে সংক্ষেপে আসল কথাট বলবার প্রচেষ্টায় উত্তর দিলে-"আপনার বাড়ীতে এচিড়— —কি ? আমার বাড়ীতে ? তার মানে ? —এচড় দুখানা বেশ বড় বড় । আপনার বাড়ীতে দিয়ে এলাম । —কবে ? & —এখন স্তার। তাইতে তো দেরি হোল—এচড় পাড়তে দেরি হোল— বিপিন মাস্টারের উষ্ঠত বেজ নেমে গেল সঙ্গে সঙ্গে । এ যে কতবড় অমোঘ মহৌষধ ওরা দুজনেই তা জানে। বিপিন মাস্টার আর কোনো কথা বললেন না, ওরা দুজনে গঢ় গঢ় করে ক্লাসের মধ্যে ঢুকে সামনের বেঞ্চির ভালো ছেলে যুগলকে ঠেলে সরিয়ে সেখানে বসবার চেষ্টা করতে যুগল দাড়িয়ে উঠে বললে—দেখুন স্তার, আমি কতক্ষণ থেকে বসে আছি এখানে আমাকে টেনে ওরা বসতে যাচ্ছে এত দেরিতে এসে— বিপিন মাস্টার মুখ খিচিয়ে বললেন—বসতে চাইচে তা হয়েচে কি ? তোমার একার জন্তে বেঞ্চি হয় নি—সরে বসে ওদের বলতে দাও । ওরা কি দাড়িয়ে থাকবে-ডেপে ছোকরা কোথাকার— হারুণ এক ঠালা মেরে যুগলকে সরিয়ে দিয়ে সেখানে বলে পড়লো। আবুল বললো যুগলের ওখানে । যুগল বেচারীকে উঠেই যেতে হোল ছুদিক থেকে ঠালা খেয়ে । বিপিন মাস্টার দেখেও দেখলেন না। আজ তিন পিরিয়ড বিপিনবাবুর । ওরা বুঝে-মজেই আজ এচড় এনেচে । তিন পিরিয়ডের ধাক্কা সামলাতে হবে তো ? কিন্তু তার চেয়েও বড় ধাক্কা আজ পৌছলো এসে । ওরা দুজনে ক্লাসের বাইরে এসে দেখলে একখানা ঘোড়ার গাড়ী স্কুলের গেটের কাছে দাড়িয়ে । হারুণ বললে—কে রে ? কে এল ? আবুল ঠোঁট উন্টে বললে—কি জানি! এমন সময় ওপর ক্লাসের শিবনাথ মাস্টার বারান্দা দিয়ে আসতে আলুতে বললেন—যাও সব ক্লাসে গিয়ে বোলো। ইনস্পেক্টর বাবু এলেচেন—এখুনি ক্লাস দেখতে আলবেন— সৰ ছেলে চুপচাপ ক্লালে এয়ে বলে। আবুল ও হারুণ সেই সঙ্গে এসে বসে। ওদের গায়ের পাশে রম্বলপুর, সব মুসলমান চাষীদের বাস । সে গ্রাম থেকে পড়তে আষে একটি ওদের বয়সী ছেলে, নাম তার হায়দার আলি। হারুণ বললে—আমাদের পরণে ময়লা को°फू হায়দার বললে—তাতে কি হয়েচে ? —মার খাবি এখন—