পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अनाथोझ५ 19లీ সামনের লোকটিকে বললেন—য়্যাটর্নির আপিস থেকে বলচে হরিশ মুখুয্যের ইটের বাড়ীটা এখুনি দেখতে যেতে হবে। চলুন না বাড়ীটা দেখে আসবেন— উভয়ে মোটরে বার হয়ে লোজা হরিশ মুখুয্যে ইটে সেই নম্বরের বাড়ীর সামনে এসে দেখলেন মিঃ ঘোষাল তাদের পূৰ্ব্বেই সেখানে মোটর থামিয়ে অপেক্ষা করচেন। বাড়ীর ওপরের নিচের সব ঘর, বাথরুম, দরদালান, ছাদ সব ঘুরে দেখা হলো। মি ধোবাল বললেন—মতামত দিন মিঃ সরকার । —মতামত আর কি, নেওয়া হবে । —তিন পার্সেন্টের কথা স্মরণ রাখবেন । ও আমাদের একটা শর্ত। নয়তো আমারই হাতে দুটো খদের । আপনি ক্রেতা, আপনার কাছ থেকে কমিশন নেওয়া নিয়ম নয় জানি–কিন্তু এখানে অবস্থা অম্লযায়ী ব্যবস্থা— —সে যা হয় হবে । ইলেকট্রিক ইনস্টলেশন নেই কেন ? অত বড় বাড়ী— —ছিল । ওয়্যারিং করে নিতে,যা খরচ পড়বে তা তো আপনি বাদ পাচ্চেন। ওই বাড়ী কি দুইয়ের কমে হয়—চার লক্ষ সত্তর হাজার পচাত্তর হাজার তো উইদাউট এনি ডাউট ! আপনি বলুন, এখুনি এক মাড়োয়ারি খদের– —ন, ন, সে কথা বলি নি । আপনি নিশ্চিন্ত থাকুনশিবশঙ্কর একাই আপিলে ফিরলেন, তখন বেলা পৌনে তিন । আপিলের চাকর কারুয়া বললে—হজুর, টেলিফোন দুবার বাজিয়েছে। হামি লম্বর লিয়ে রাখিয়েসে । —কই নম্বর ? —হজুরের ঘরের টেবিলমে আছে। মনুবাবুকে দিয়ে লিখিয়ে রাখিয়েসে। এক তো সাউথ ওয়ান ফাইভ— শিবশঙ্কর চাকরকে থামিয়ে দিয়ে বললে—আচ্ছ, আচ্ছ, তুই যা—এক পেয়ালা চা জলদি তৈরি কর— —আউর কুছ বাৰু ? —আজ বাড়ী থেকে টিফিন আনে কি কেউ ? ফল-টল ? —না হুজুর। সড়া পোচা দু আপেল হুজুরের টেবিলমে ছিল, ও হামি ফেকিয়ে দিয়েলে— ও কালওয়ালা— 顧 —বেশ করিচিস । যা চ নিয়ে আয় – কারুয়া অনেক দিনের চাকর ; আগে শিবশঙ্করের বাড়ীতে ছিল, এখন কাজকর্শের স্ববিধের জন্তে ওকে আপিসে নিজের খাসকামরার চাকর রেখেচেন শিবশঙ্কর । শিবশঙ্কর কি খান না থান, কি তার অভ্যেস্, কারুয়া এ সব জানে। কারুয়ার আনীত চায়ের পেয়ালাতে চুমুক দিয়ে শিবশঙ্করবাৰু ভাবছিলেন আরও কিছু জমির সন্ধান নিতে হবে। জমি বড় দরকার ।