পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

θίν'8 विङ्कडि-ब्रध्नांक्लैौ পাগল ঠাকুর ভয়ের ভান করে হেসে বললে—ও বাবারে, বাওনের জাত মেরে দিই এই সন্দেবেলা ! তা হবে না—আর কি খাবা বলো ? ওগো শোনো ইদিকে—একে চেনে ? সেই যে— বুড়ী কুঁজো হয়ে পড়েচে আরও চোখেও ভালো দেখে না মনে হোলো। কাছে এসে বললে—কে ? —ওই সেই যে ভূপেনবাবুদের বাড়ীর ছেলেটি কত বড় হয়েচে আর কি চমৎকার দেখতে হয়েচে স্তাখো । শোনো, ছুটে চাল আর কাটাল বীচি ভাজা ভেজে নিয়ে এসে তো, খেতে দিই। চা খাও বাবাঠাকুর ? চা করে দিতে পারি। একজন এখানে চা রেখে গিয়েচে, সে মাঝে মাঝে এসে চা খায় । খাবে ? 数 --করো । চা করতে গিয়ে ওরা দুজনে বিষম বিপদে পড়লো। বুডো-বুড়ী নানা পরামর্শ করে, একবার জল ফোটায়, আবার নামায়—আধ ঘণ্টা হয়ে গেল, রান্নাঘর থেকে বেরোয় না । কাসার ঘটিতে গরম জল আর চা একসঙ্গে গুড় সহযোগে সিদ্ধ করে অবশেষে এক ব্যাপার করে নিয়ে এল, সবাই মিলে অর্থাৎ তিনজনেই মহা আনন্দে তাই পান করা গেল । তারপর তামাক সাজতে সাজতে বলেন—এইবার কি খবর বলো বাবাঠাকুর— —তোমায় দেখতে এলাম । —আমায় কি আর দেখতে আসবা ? ভালোবাসো তাই , নইলে আমি কি একটা দেখবার মত লোক ? —জানো, তোমাকে একজন দার্শনিক বলে মনে হয় ? —লে কি বাবাঠাকুর ? —আমার মনে হয় তুমি একজন দার্শনিক। সত্যিকার দার্শনিক—ঋষির মত লোক । তোমাকে লোকে চেনে না । —ওসব কথা আমায় বলো না। আমাকে তিনি পায়ের দাস করে রেখেচেন । তার দয়া। আমার কোন গুণ নেই, বাৰাঠাকুর । আনন্দে রেখেচেন, আনন্দে আছি। গান ---וולזי) আমার চোখ অনেকট খুলেচে আগেকার চেয়ে । বৃদ্ধের সরল পবিত্র মুখভাব আর সহজ আনন্দ ওকে আমার চোখে ঋষির পদবীতে উঠিয়ে দিয়েচে । পাগল ঠাকুর যদি ঋষি নয়, তবে ঋষি কে ? লেখাপড়া জানলে, আর ছতিন হাজার বছর আগেকার ভারতবর্ষের লোক হোলে এই লোকেই উপনিষদ রচনা করতেী—সরাটির চরের মত DDD BBB BB BBS BBBBBB BBB BBB BB BBBS BBB BBB BBBB পক্ষীকুজনের মত শান্ত সহজ আমদ মিশিয়ে থাকতোতার অঙ্গে অঙ্গে। কিন্তু একে কেউ চিনলে না।