পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইে অরণ্য কথা কও ৪২৭ পাশে, সৰ্ব্বত্র বহু মাইল নিয়ে। দেখলে ভয় হয়, কৌতুহল হয়, বিস্ময় হয়—আবার কি জানি কেন শ্রদ্ধাও হয় । হঠাৎ ফরেস্টার বল্পে—পাশে আর একটা গুহা আছে— —কতদূরে ? —এই পাশেই হুজুর । দুর্গম লৌহগ্রস্তরের boulder ও জলা, নরম মাটি ঘন জঙ্গলে। জমি উপরের দিকে উঠচে । পাশের পাহাড়ের ছাদটা ক্রমনিম্ন হয়ে এসে এই গুহ তৈরি করেচে বেশ বোঝা যাচ্চে । কিন্তু ক্ষইয়ে গুহা তৈরী হোল কি ভাবে ? ঐ লোহ-চোয়ানো ঝর্ণ কি এর হাতিয়ার ? পাশেই সে গুহা দেখলুম। ঢুকলাম তার মধ্যে। এট আরও বড়, ব্যদিকে উচু টিবি মত, লোহা-চোয়ানি জল রাঙা পলি ফেলে আন্দাজ লক্ষ বৎসরে এই মাটির ভূপ তৈরি করেচে। ফরেস্টার দেখালে—আবার একটা বাঘের পায়ের দাগ দেখুন হুজুর— সত্যি, ঠিক গুহার মুখে লোহা-চোয়ানো রাঙা মাটিতে। —আর দেখুন, শাহী আর হরিণের পায়ের দাগ—বহুত । —শাহী কি ? মিঃ সিনহা বল্পেন—পকুপাইন— ভাবলুম বাঘ আর অন্যান্য বন্য জন্তুর আডড তো হবেই এমন গুহাতে । এরও সামনে তেমনি ঘন জঙ্গল, খুব মোটা একটা জংলি আম গাছ । নিবিড়, দুর্ভেদ্য জঙ্গল চারিপাশে । কত কথা মনে আসে । প্রাগৈতিহাসিক মানব কি এ গুহায় বাস করতে ? মেঝের মাটি খুড়লে বোধ হয় তাদের চিহ্ন পাওয়া যায়। কত লক্ষ বছরের মৌন ইতিহাস এই গুহার মেজেতে আঁকা আছে—ওই সব বন্য জন্তু-জানোয়ারের মত। কতকাল আগে, পৃথিবীর কোন আদিম শৈশবে এ গুহা তৈরী হয়েচে আপনা-আপনি—কোন আদিম মানববংশ প্রাগৈতিহাসিক যুগের আদিম অরণ্যানীর মধ্যে এখানে বাস করতে, কত লক্ষ লক্ষ বৎসর দূরে মন চলে যায় মহাকালের বীথি-পথ বেয়ে । বিস্ময়ে মন স্তন্ধ হয়ে যায় । বেশি ভাবতে পারা যায় না। ঐ বনানী-শীর্ষে রাঙা রোদ যেমন আজ, তেমনি কত লক্ষ কোটি লক্ষ কোটি স্বৰ্য্যাস্ত,স্বৰ্য্যোদয়, লক্ষ কোটি লক্ষ কোটি পূর্ণিমা অমাবস্তাদেখেচে এই স্বপ্রাচীন পাৰ্ব্বত্য-গুস্থা—যার তুলনায় বেদ-গাথা রচয়িতা ঋষিরা, উপনিষদের কবিদার্শনিকেরা, বেদব্যাস, বাল্মীকি, বুদ্ধ, কপিলাবাস্তু, অশোক কলিঙ্গযুদ্ধ-কালকার কথা। আচ্ছা, কেউ থাকতে পারে এখানে এক ? উপনিষদের ঋষিরা কি এমনি নিবিড় বনের গুহায় এক থাকতেন ? এখনও কি সাধুসন্ন্যাসীরা ঠিক এমনি নির্জন অরণে এমনি গুহায় এক থাকেন ? এসবের উত্তর কে দেবে ? মাথা ঘুরে ওঠে যেন ভাবলে। কত অদ্ভুত অদ্ভূত কথা মনে DBBS BBBB BBBB BB gDDDS BB BB BBB BBS DD DDDS BBB BB