পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৪৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ß\2&r বিভূতি-রচনাবলী গর্ভস্থ পাষাণময় স্থান জাতিসিরাং, দেৰকাঞ্চনফুলের মেলা। বিশ্বদেবের উপাসনা এমন স্থানেই সভব ও সার্থক । চা খেয়ে বেড়াতে বার হই। গিরিনবাবুর সঙ্গে দেখা, দেবীবাবুর শ্বশুর ; অনেকদিন আগে পোলোইত স্টেশনে দেখা হয়েছিল। ইনি আমায় জঙ্গল দেখাবেন, এক সময় ধারণা ছিল। হরজীবন পাঠক এখানকার একজন লক্ষপতি কাষ্ঠব্যবসায়ী । মোটা মোটা শাল কাঠ পড়ে আছে বহুদূর পর্য্যস্ত স্টেশন ইয়ার্ডে। বনস্পতি উচ্ছেদ করে এ ব্যবসা আমার পোষাবে না। যিনি বনস্পতিতে আছেন, আমি তাকে মানি । মনে হবে প্রাণহত্যা করটি । অরণ্যের সৌন্দৰ্য্য নষ্ট করচি। তবে কথা এই—B.T. T. কোম্পানী জঙ্গল উজাড় করে পয়সা লুটে ইংলণ্ডে পাঠাচ্চে। আমাদের দেশের লোক হরজীবন পাঠক কিছু খায় তো छांणहे । কোইন ও কোয়েল নদীর সঙ্গমস্থান দেখতে গিয়ে বেলা গেল। প্রকাও বড় খ্ৰীষ্টান মিশন নদীর ধারে । তারপর নৃসিংহ দাস সাধুজীর আশ্রমে গিয়ে বসলুম ; বেশ শাস্তিপূর্ণ স্বান, দক্ষিণ কোয়েল নদীর তীরে। নৃসিংহ দেবের মূৰ্ত্তি আছে মন্দিরে, সাধুজীর এক চেলা এখন মোহান্ত, উনি মারা গিয়েছেন এক-দেড় বৎসর। আরা জেলার এক পণ্ডিতজী— বড় দীন, বিনয়ী—হরজীবন পাঠককে খুব খাতির করলে। জী সরকার, বৈঠিয়ে, জী সরকার, দেখিয়ে । এত ভাল লাগলো কেন পণ্ডিতজীকে ? বল্লে—সাধুজী যব রহতে তব মেজাজ একদম গদ গদ হো যাতা। বহুৎ রঙ্গিলা সাধু থে। পণ্ডিতজী খোশামোদ করচে পুনঃপুনঃ লক্ষপতি ধনী হরজীবন পাঠক ও মোহাস্তজী দুজনকেই। রোজ সন্ধ্যাবেল পণ্ডিত সম্ভবতঃ আশ্রমে এসে বলে, গল্প করে, প্রসাদ-ট্রসাদ পায়। o নৃসিংহ দাস সাধুর ইষ্টদেবতা এক ক্ষুদ্র শিলামূৰ্ত্তি। তিনি নাকি সব বাড়ী বাগান তাকে করে দিয়েচেন । সুন্দর ফুলের গন্ধ বেরুচ্চে বাগানে। চাপা, মল্লিকা, আম, হেনা, দারুচিনি, এলাচ—সব গাছ আছে এ বাগানে। সাধুজী আমাদের পানজেরি ও কলা দিলেন প্রসাদস্বরূপ ৷ পানজেরি কখনো খাইনি, দেখলুম ধনের গুড়ে। আর চিনি। আশ্রমটি সত্যিই ভাল লাগলো। বাড়ী এসে উঠলুম, রাত আটটা । মন্মথদা আজ আমার চিঠি পেয়েচে, কল্যাণীও পেয়েচে মন্মথষ্কার বাইরের ঘরে দরজা বন্ধ করে নিশ্চয়ই সব বলে গল্প করচে, আমার চিঠিখানাও পড়চে । আজ সকালে উঠে রোদে বলে খানিকটা লিখি "দেবযান । তারপর কোলৰোংগার পৰে যেতে পাঞ্চেমগুটু বলে একটি গ্রামে পাহাড়ের ওপর কিছুক্ষণ বললুম। স্বলেমান কারকাট্ট ও মিঃ সিনহা বস্তী তদারক করছিলেন, সেই সময় আমি পাশের পাহাড়টাতে গাছের ছায়ায় বলি। সামনে বেশ স্বন্দর দৃপ্ত, পাহাড়ের পর পাহাড়। একটা গাছ ঠিক চাপাগাছের মত, কিন্তু একটি ছেলে বঙ্গে ওতে ফুল হয় না, ছোট ছোট বীচিমত হয়—আর্থাৎ