পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করিতে পারে ?

হেডমাস্টার প্রথমে বলিলেন, জাছ, সেভেনখ ক্লাসের হাতের লেখা সম্বন্ধেকার কী মত । কুং-পিপাসায় পীড়িত টীচারের দল মনের বিরক্তি চাপিয়া চাকুরির খাতিরে মুখে কৃত্রিম উৎসাহ ও গভীর চিন্তার ভাব আনিয়া একে একে আলোচনায় যোগ দিলেন। কাহারও ফাকি দিবার উপায় নাই, কেহু চুপ করিয়া উদাসীন হইয়া বলিয়া থাকিবেন, তাহার জো কী ? হেডমাস্টার অমনি বলিবেন, বছবাৰু, হোয়াই ইউ আর সাইলেন্ট ? সৰ্ব্বশেষে মিঃ আলমের দিকে চাহিয়া হাসিমুখে সাহেব বলিলেন, নাউ ঘাট, লান্ট লেট, আল হিয়ার মিঃ আলম। -

আলোচনা করিষার জন্য ট্রেজারি বেঞ্চ হইতে উঠিয়া দাড়াইলেন। মিঃ আলমের হাতে তিন পাতা লেখা কাগজ, সেভেন্‌খ ক্লাসের হাতের লেখা ভাল করা সম্বন্ধে এক গুরুগম্ভীর নিবন্ধ । उiशंद्र शरथा कछ प्लेशांश्द्रम्, कठ थखांव, कोड प्रशंजम-बांगै खेङ्क७ ।।

মিঃ আলম মাথা ছুঙ্গাইয়া সতেজ উচ্চারণের সহিত গোট নিবন্ধটা পড়িয়া গেলেন, “অন্থ मि ८बाहरबर्फे वफ. शoब्राहे:ि चश cनाख्न्५. क्लांन वराज"-क्षाफ़ी श्न बिनिी लांनिज । টচারদের সভা চুপ। হেডমাস্টার বলিলেন, মিঃ আলম একজন আদর্শ শিক্ষক। এ কথা আমি কতদিন বলেছি। মাছুষের মত মানুষ একজন। কারও কিছু বলবার অাছে মি: আলমের প্রবন্ধ সম্বন্ধে ? নারায়ণবাৰু? বৃদ্ধ নারায়ণবাৰু একটা কী সংশোধন প্রস্তাব উত্থাপন করিলেন। -ওয়েল, যন্ধুবাবু ? যত্নবাৰু বিনীতভাবে জমাইলেন, তাহার কিছু বলিৰায় নাই। মি: আলমের প্রবন্ধের পর জার বলিবার কী থাকিতে পারে। —ওয়েল, ক্ষেত্রবাৰু ? -না তার, আমার কিছু বলবার নেই। এক পর্ব শেষ হইল। ৰেল য়াড়ে এগারোটা বাজে, জ্যৈষ্ঠের রৌত্রে রাস্তার পিচ গলিয়া গিয়াছে। অনেকে চিন্তা করিতেছেন, বাড়ী ফিরিয়া আঁর সালের জল পাওয়া বাইবে না। চৌবাচ্চায় ছুই ইঞ্চি জলও থাকে না এত ৰেলায়। অথচ কিছু বলিবার জো নাই, সাহেব বলিবেন, মাই গেট ইজ ওপ ন— ঠিক বারোটার লময় টীচার্গ মিটিং সাঙ্গ হইল। বাহি পা দিয়াই বহুবাৰু বলিলেন, ব্যাট কী খোশামুঙ্গে ! দেখলে তো একবার !