পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৪৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6श् चङ्गं] कुशं' ब्र'G ĝbrê. গাছের মাথায় সন্ধ্যা নামলো ফিরবার পথে । একফালি টাঙ্গ উঠেছে শালগাছের মাখায়। বনতুলসীর জঙ্গলের গন্ধ ভেলে আলচে ঠাও বাতাসে। নিকটে পাহাড়ী উমূৰিয়া নালার মর্থর শব্দ। বোনাই গড়ের পথ ঘন জঙ্গলের ধাকে যেখানে অদৃপ্ত হয়েছে, সেখান থেকে ধোয় উঠচে । বোধ হয় ওখানে আরাকুলি বা গাড়োয়ানের রাত্রিযাপন করচে । পথের ধারে গাছের তলায় তলায় কত লোক আগুন জেলেচে, রান্না করচে। এরা সবাই জেরাইকেল কিংবা বিসবা থেকে কাজ খুজতে এসেচে। কারণ এই জঙ্গলের মধ্যে এই গ্রামেই ছুটি কাঠ-ব্যবসায়ীদের আড্ডা আছে। কাঠ কেটে ও চেরাই করে ২৫/২৬ মাইল দূরবর্তী রেলস্টেশনে পাঠাবার জন্য ‘আরাকুলি দরকার, কুলি দরকার, গরুর গাড়ীর গাড়োয়ান দরকার। তাই এখানে এত লোক আসে । ওরাই আসবার সময় বলেছিল, রোজ রাত্রে হাতীতে তাদের বড় জালাতন করে। হাতীর উপদ্রবে ওরা পালিয়ে ফরেস্ট বাংলোর কম্পাউণ্ডে আশ্রয় নিয়েছিল পরশু রাত্রে । গ্রামের লোকে বলেছিল হাতীর উপদ্রবে গাছের কলা থাকে না, ক্ষেতের কোনো ফসল থাকে না। সব খেয়ে যাবে। উচু মাচা করে তাই ওরা সারারাত ফসলের ক্ষেতে চৌকি দেয়। শীতকালে এখন ক্ষেতে কোনো ফসল নেই, কাটা হয়ে গিয়েচে, আছে কেবল কুরখি। যেখানেই পাহাড়ের তলায় কুরধি ক্ষেত, সেখানেই উচু কোনো গাছের ওপরে মাচা বাধা। রাত্রে ফসল পাহারা দিতে হবে। খলকোবাদ বাংলোর পেছনে যে ছোট পাহাড়ী বন আর উচু রাঙামাটির ভাঙ্গ তাতে শীতের দিনে একরকম ঘাস হয়েচে, খুব নরম, সরু সরু সাবাই ঘাসের মত । এই ঘাসের মাঝে মাঝে -শুকিয়ে গিয়ে সোনালি রং ধরেচে। আজ দুপুরের পর বাংলো থেকে বার হয়ে এই নির্জন পাহাড়ে উঠে ঘাসের উপর এক বললুম। আমার পেছনের ঢালুতে আসান, অৰ্জ্জুন, ধ, করম, শাল, পিয়াল, আমলকী গাছের বন। ওদিকে বনের মাথা ছাড়িয়ে আর একটা পাহাড় ঠেলে উঠেচে। কি যে অন্তৰ্ভূতি হয় এখানে বলে চুপ করে চোখ বুজে থাকলে। শুকনো ঘাসের ভরপুর গন্ধ। সোনালি রোদ। কত কি পাখীর ডাক। কান পেতে শুনলে শোনা যাবে পাহাড়ের বনে বনে এদিকে ওদিকে কত অজানা পাণীয় ভাৰ । বাংলা দেশের পরিচিত পাণী এর নয়। আমি এদেশের পাণীর স্বত্ব চিনি না। কেবল চিনি বনটির আর ধনেশ পাখীর ডাক। পাহাড় ও বনের পটভূমিতে বুনো"পাখীদের সঙ্গীত এই নিস্তর দ্বিপ্রহরে শুধু মনকে বিরাটের দিকে নিয়ে যায়। তার কথাই এখানে বলে ভাৰতে ইচ্ছে করে । ধ্যানস্তিমিত নেজ সেই মহান শিল্পীকে একদিন প্রত্যক্ষ করেছিল প্রাচীন ভারতের কোন অরণ্যের অভ্যন্তরে। এমনি নিজৰ্ম জুপুরে । একটু পরে মোটরে গেলুৰ বেড়াতে খলকোবান বাংলা থেকে চার মাইল দূরে একটা EDG GHDD DBB BD D S BBBB BBS BB DDD B DDmmS DD दफ़ किणाकृङ छोऊांण cनषान्न । कउ शक बभनइ शब dरे ऋब कf७िनाइह नबध ब्रांड भांकि