পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৪৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

८ङ्ख्यद्भsj कथां क७ 8Եզ ংলোয় ফিরে পাহাড়ের প্রান্তে বাংলোর কম্পাউণ্ডে বসে আছি। আমার.সামনে অনেক নীচে উপত্যকাভূমি, তার ওপারে অৰ্দ্ধচন্দ্রাকৃতি বনাবৃত শৈলমালা। বা দিকে কম্পাউণ্ডের বড় তুন গাছের মাথায় অষ্টমীর চাদ উঠেচে—দূরের অন্ধকার শৈলমালার ওপরে একটি নক্ষত্র জলজল করচে। সেদিকে চেয়ে মন আমার কোথায় কতদূরে চলে গেল। ওই তারার চারিপাশে কি আমাদের মত গ্রহরাজি কিছু আছে—যেখানে বাস করে আমাদের মত জীবকুল ? এই রকম বনানীর সৌন্দর্য কি ওদের মধ্যে আছে ? আমাদের মত স্থখ দুঃখ, প্রেম বিরহের লিপি কি ওখানেও লেখা ? সেকথা জানি না জানি—এই কথাটা জানি যে বিরাটের আসন ওখানেও পাতা। ঠার মহাকাব্যের ছন্দের ঝঙ্কারের মধ্যে ওদেরও স্থান রয়েচে । Out beyond the shining of the furthest star Thou art ever stretching infinitely far, Yet the hearts of children hold, what worlds can not, And the God of glory loves the lowly spot, আমাদের গ্রামের ইছামতীর নদীর ধারে বল্লার ভাঙনে সেই হলদে তিৎপল্লা ফুলের মধ্যেও তিনি, বনসিমতলায় মাঠের সেই মাকাল লতায় ঝোপে পাক টুকটুকে মাকাল ফলের মধ্যেও তিনি ••• অনেক রাত্রে চাদ ফুটফুটে আলো দিচ্চে। আবার পাহাড়ের ধারে বেঞ্চিতে গিয়ে বসলুম। দূরের সেই পাহাড়শ্রেণী, তার মাথার ওপরকার আকাশে অগণ্য তারা। কি মহিমা বিরাটের। তুমি আমাকে ভালবেসে এখানে এনেচ, তোমার এ বিরাট রূপকে প্রত্যক্ষ করবার স্থযোগ দিয়েচ । কিন্তু আমি তোমার এ রূপের সামনে দিশাহারা হয়ে যাই, দেবতা। আমার সেই তিৎপল্লা ফুলের ঝোপই ভালো। বনসিমতল ঘাটের সেই মাকাল ফলই ভালো। তোমার এ রূপ দেখে আমি ভয় পাই । জ্যৈষ্ঠ মাসের বিকেল । নদীর ধারের ঘন নিবিড় বন সেকেলে প্রাচীন আমগাছের তলায়। কুঁচলত বেয়ে উঠেচে বৃদ্ধ আমগাছের ডাল। বাঁশগাছের আগা থেকে নেমে এলেচে বড়গোয়ালে লতার কচি ডগা, এবার বোশেখ মাসের শেষে দিনকয়েক বৃষ্টি হওয়াতে লতাপাতা চারাগাছের এত বৃদ্ধি । যেখানে কিছুদিন আগে পরিষ্কার তৃণলতাশূন্ত ভূমি দেখেছি—এখন সেখানে দশ বর্গহাত জমিতে গজিয়ে উঠেচে বুনো উচ্ছে, বুনো করল, বড়-গোয়ালে লতা, করমচা লতা, বুনো স্বৰ্য্যমনি ফুলের চারা, জামের চারা, তরমুজের চারা, আরও কত কত জানা অজানা বুনো গাছপালার চার । এখন বৃষ্টি নেই। জাজ ক'দিন খুব গরম, খরস্থধ্য উঠেছে মেঘলেশপুস্ত নীল আকাশে, BBBBB BDD DDDB BBB DDS BBB BB BDD DD BBB BB BB BB