পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাস্টাররা সাতাশে এপ্রিল মার্চ মাসের মাহিনীর কিছু অংশ মাত্র পাইল । গরমের ছুটির পূৰ্ব্বে মে মাসে মার্চ মাসের প্রাপ্ত বেতনের বাকী অংশ শোধ করিয়া দেওয়া হইল। দেড় মাস গরমের ছুটি, গরীব শিক্ষকের বাড়ী গিয়া খায় কী ? হেডমাস্টারের কাছে দরবার করিয়া ফল হইল না। সকলে বলিল, সাহেব মেম ঠিক ওদের পুরো ছুটির মাইনে নিয়ে যাচ্ছে। আমাদেরই বিপদ । শোনা গেল, সাহেব দিল্লী না কোথায় যেন বেড়াইতে যাইতেছে। স্কুলের কেরানী হরিচরণ নাগ কিন্তু বলিল, কথা ঠিক নয়—সাহেব এখনও মার্চ মাসের মাহিনা শোধ করিয়া লয় নাই। মেম এপ্রিল মাস পর্য্যস্ত মাহিনা লইয়াছে বটে। সাহেবের নিকট যাইয়া মাহিনী পাইবার জন্য বেশী পীড়াপীড়ি করিলে সাহেব বলিলেন, মাই ডোর ইজ ওপ ন—ধাদের না পোষায় চলে ষেতে পারেন। আমার স্কুলে কষ্ট করে যারা থাকতে না পারবে, তাদের দিয়ে এখানে কাজ হবে না। আমাদের অনেক কষ্ট্রের মধ্যে দিয়ে এখনও যেতে হবে-স্বাৰ্থত্যাগ চাই তার জন্যে। সামনের বছর থেকে স্কুল ভাল হয়ে যাবে। এই বছরটা ভোমরা আমার সঙ্গে সহযোগিতা করো। ক্লার্কওয়েল সাহেবের ব্যক্তিত্ব বলিয়া জিনিস ছিল, অন্তত গরীব টীচারদের কাছে । কারণ ব্যক্তিত্ব জিনিসটা ভীষণ রিলেটিভ, আমার গুরুদেবের ব্যক্তিত্ব তোমার কাছে হয়তে কিছুই নয়, কিন্তু আমার কাছে তা গুরুত্বপূর্ণ ; তোমার জমিদার-মনিবের ব্যক্তিত্ব যতই গুরু হউক, আমার নিকটে তাহ নিতান্তই লঘু। স্বতরাং মাস্টারের দল শুধু হাতে গরমের ছুটিতে দেশে চলিয়া গেল । যছবাৰু পড়িয়া গেলেন মুশকিলে । কলিকাতা ছাড়িয়া কোথাও একটা যাইবার স্থান নাই, অথচ ইচ্ছা করে কোথাও যাইতে । কতদিন কলিকাতার বাহিরে যাওয়া ঘটে নাই, হাতও এদিকে খালি। তাহার ছাত্রেরা দেশে যাইতেছে, নবদ্বীপের কাছে পূৰ্ব্বস্থলি নামে গ্রাম, বেশ নাকি ভাল জায়গা। কিন্তু যদুবাৰু তো একা "নহেন, স্ত্রীকে বাসায় রাখিয়া যাওয়া সম্ভব নয়। পৈতৃক গ্রামে যাইতে ইচ্ছা হয়, কিন্তু সেখানে ঘরবাড়ী নাই। জমিজমা শরিক কিনিয়া লইয়াছে আজ বহুদিন । তবুও যত্নবাৰু বলিলেন, বেড়াবাড়ী যাবে ? যদুবাবুর স্বী বিবাহ হইয়া কিছুদিন যশোর জেলার এই ক্ষুদ্র গ্রামে শ্বশুরঘর করিয়াছিল, ম্যালেরিয়া ধরিয়া মাস দুই ভোগে । তাহার পর হইতেই স্বামীর সঙ্গে বৰ্দ্ধমান ও পরে কলিকাতায়। সে বেড়াবা যাইবার প্রস্তাৰে বিক্ষিত হইয়া কহিল, বেড়াবাড়ী ! সেখানে কেমন করে যাবে গে৷ ? বাড়ীম্বর কোথায় সেখানে ? —চলে না, অবনীদের বাড়ীতে গিয়ে উঠি । সেও তো কলকাতায় এসে আমার বাসাঁতে থেকে গিয়েছে দু-একবার । - e —লা বাপু পরের দরকার মধ্যে আওয়া,গে বড় কাট। হাতে তোমার টাকাই বা কই?