পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমুবৰ্ত্তন Գ:Տ ইহা যে স্বাৰ্থত্যাগ-প্রণোদিত ব্যাপার তাহা নহে, নিরুপায়ে পড়িয়া মার খাওয়া মাত্র। এ চাকরি ছাড়িলে কোন স্কুলে হঠাৎ চাকরি মিলিতেছে ? সন্ধ্যার পর নতুন টীচার হেডমাস্টারের নিজের বসিবার ঘরের দরজায় কড়া নাড়িলেন। —ধ্যা, এস। কাম ইন্‌— নতুন টীচার ঢুকিয় দাড়াইয়া রহিলেন। —বোস মি: দত্ত, বোস। এক পেয়ালা চা ? —ন, ধন্যবাদ। এই খেয়ে আসছি। মিস লিবসন কোথায় ? —উনি আজকাল পড়াতে বেরোন। ভাল টুইশানি পেয়েছেন—পঞ্চকোটের রাজকুমারীকে এক ঘণ্টা ইংরিজী পড়াতে— - —e —কী কথা বলবে বলছিলে ? নতুন টীচার পকেট হইতে একটা কাগজ বাহির করিলেন। গলা ঝাড়িয়া বলিলেন, স্যার, আপনি এবার কি কিছু দেবেন না আমাদের মাইনে ? —তোমায় তো সব দেখিয়েছি মিঃ দত্ত। স্কুলের আর্থিক অবস্থা তুমি আর মিঃ আলম জান, আর জানে নারাণবাৰু। বেশী লোককে বলে কোনও লাভ নেই। স্কুলকে বাচিয়ে রাখবার চেষ্টা করছি প্রাণপণে। বাড়ীওলা নালিস করবে শাসিয়েছিল—তার পাচ শো টাকা দিতে হয়েছে। মিস্ সিবসকে দেড় শো টাকা দিতে হবে, উনি দাৰ্জিলিং যাচ্ছেন। কিন্তু তার মধ্যে মোটে পচাত্তর দিতে পারছি। আমি এক পয়সা নিচ্ছি নে। এ আমাদের স্ট্রাগলের বছর, এ বছর যদি সামলে উঠি—সামনের বছরে হয়তো মুদিন আসবে। সকলকেই স্বাৰ্থত্যাগ করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে এ বছরটাতে বুঝলে না ? —হঁ্যা স্যার । —তুমি কিছু চাও? কত দরকার বল ? —না স্যার । আমি একরকম ম্যানেজ করে নেব। ধন্যবাদ স্যার । এই ক’জনকে কিছু কিছু দিতেই হবে, যে করে হোক ম্যানেজ করুন। ... " নতুন টীচার হাতের কাগজ দেখিয়া বলিতে লাগিলেন, ক্ষেত্রবাবু কুড়ি টাকা, জ্যোতিবিনোদ পনেরো টাকা, ঐশবাবু আঠারো টাকা, হেডপণ্ডিত দশ টাকা, যদুবাবু কুড়ি— সাহেব কুইনাইন সেবনের পরের অবস্থার মত মুখখানা করিয়া বলিলেন, ও, দীজ আর দি ট্রাবলু-মেকারস- - - —না স্যার, এদের না হলে চলবে না । এদের অবস্থা সত্যিই খারাপ—প্রত্যেকেরই বিশেষ দরকার আছে। জ্যোতিৰ্ব্বিনোদের বাড়ী পৈতৃক পূজে, তাকে বাড়ী যেতে হবে ভাড়া চাই। ক্ষেত্রবাবুর আবশ্বক আমি ঠিক জানি নে, তবে তারও দরকার জরুরী। হেডপণ্ডিত পূজো করতে যাবেন দক্ষিণে শিষ্মবাড়ী। কাপড়চোপড় নেই, কিনবেন। যত্নবাবু- -