পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী যন্ধুবাবু পুনরায় কাঠহাসি হাসিলেন, তা বেশ তা বেশ! তবে— —তারপর, আপনার কাছে বলতে লজ্জা নেই দাদা-ধার করে গাড়ীর ভাড়াটি কোনক্রমে যোগাড় করে তবে আসা। হাতে কানা-কড়িটি নেই। বাড়ীতে আপনার বউমার, ছেলেপুলের পরনে কাপড় নেই কারও—বছরকার দিন, পূজো আসচে। নিজেরও—দাদা, এই দেখুন না, সাত পুরনো ধুতি, তাই পরে তবে— বলি, যাই—দাদার কাছে, একটা হিরে হয়েই যাবে। আপাতত গোট কুড়ি টাকা নিয়ে কাপড়গুলো তো কিনে রাখি। এর পর বাজার আক্রা হয়ে যাবে কিনা ! যদুবাবুর কপাল ঘামিয়া উঠিয়াছে। তাহার রুদ্ধ কণ্ঠ হইতে কী একটা কথা অস্ফুটভাবে উচ্চারিত হইল, ভাল বোঝা গেল না। অবনী তাহাকেই সম্মতিস্থচক বাণী ধরিয়া লইয়৷ বলিল, না, কালই সকালে টাকাটা নিয়ে বাজার করে নিয়ে আসি। আর আপনি ন দিলেই ব। যাচ্ছি কোথায় বলুন। আপনার ওপর জোর খাটে বলেই তো আসা। না হয় বকবেন। না হয় মারবেন–কিন্তু ছোট ভাইয়ের আবদার না রেখে তো পারবেন না—হে হেঁ— বছবাৰু বেচারী সারাদিন খাটিয়াছেন, সেই কোন সকালে দুইটি খাইয়া বাহির হইয়াছিলেন। রাত দশটা, এখন কোথায় খাইয়া ঘুমাইবেন, এ উপসর্গ কোথা হইতে আসিয়া জুটিল বল তো ! পাড়াগায়ের দূরসম্পর্কের জ্ঞাতি, দেখাশুনা ঘটিত কালেভত্রে, এখন মাখামাখি করিতে গিয়া মুশকিলেই পড়িয়া গেলেন। পাড়াগায়ের লোকের সঙ্গে বেশী মাখামাখি করিতে নাই— ইহার হাত পাতিয়াই আছে। পাড়াগায়ের লোকের এ স্বভাব তিনি জানিতেন না যে তাহা নয়, কিন্তু বহুদিন কলিকাতায় থাকার দরুন ভুলিয়া গিয়াছিলেন, তাই আজ এ দুর্দশা। বলিলেন, চল, এস খাবে। যদুবাবুর ঘরে সাতটি পীট—অর্থাৎ মেঝেতে ঢাল বিছানা পাতিয়া পাশাপাশি সাতটি ক্লান্ত প্রাণী শয়নু করে। তাহার মধ্যে অবনীকে গুজিয়া কোন রকমে শোওয়া চলিল। কিন্তু পাড়াগায়ের লোক, সকলের সম্মুখে অভাব অভিযোগের কথা উচ্চৈঃস্বরে ব্যক্ত করিতে লাগিল। আর এত বকিতেও পারে। 'ছ ই' দিতে দিতে যন্ধুবাবুর মূখ ব্যথা হুইয়া গেল । সকালে উঠিয়া অবনীর জন্য চা ও খাবার আনাইয়া দিয়া যদুবাৰু মেসের বাজার করিতে বাহির হইলেন, কারণ বাজার জিনিসটা তিনি করেন ভালই, এবং ইহা হইতে দুই-চারি জানা লাভও রাখিতে জানেন নিজের জন্য । স্কুলে বাহির হইতে যাইবেন অবনী জিজ্ঞাসা করিল, দাদা, কখন আসচেন ? —কাল যে সময় এসেছিলাম, রাত হবে। - অবনী সকলের সামনেই বলিয়া বসিল, তা হলে দাদা, কাপড়ের টাকাটা আমার নিয়ে খান, জঙ্গই কাপড়গুলো কিনে রাখি। আর ওবেলা ভাবছি বায়োস্কোপ দেখব, তার দরুনও কিছু দিন, আমার ট্যাক যাকে বলে গড়ের মাঠ কিনা ! হ্যা-হ্যা—