পাতা:বিশ্বকোষ অষ্টম খণ্ড.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তিরুমালকাত্তান্‌কোট্রৈ ১৬২৩ খৃষ্টাঙ্গে জৱার্ট ডি নৰিলিয়াস নামক প্রসিদ্ধ জেম্বট बछ्ब्रांत्र श्रांशमम करब्रन, छथन भश्ब्रांब्रांश्र ठिक्रमष्णन्न नशि७ রামনাদের সেতুপভির ঘোরতর যুদ্ধ চলিভেছিল। এই যুদ্ধে डिक्रमण क्लऊकार्षी हहेtछ लाइब्रन नोहे । लिनि पद्मांयब्र विछग्नन१छ ब्रांहखान्न निकई ॐांशग्न अशैौनতার চিহ্ন স্বরূপ উপহার পাঠাইতেন । কিন্তু মধ্যে তাহ। অবহেলা করায় ১৬৫৭ খৃষ্টাব্দে বিজয়নগর-রাজকুমার তিরুমলকে শাসন করিবার জন্ত যুদ্ধ ঘোষণা করিলেন। তিরুমল "ভঙ্গোর ও জিঞ্জীর নায়কদিগের সহিত যোগ দিলেন। বিজয়মগরের দলবল জিঞ্জী আক্রমণ করিল। এ দিকে তিক্রমলের প্ররোচনায় মুসলমানেরা গিয়া বিজয়নগয় আক্রমণ করিল। তথা হইতে তাহার ক্রমশঃ মুসলমান-রাজ্য বিস্তার করিতে করিতে দক্ষিণাভিমুখে আসিয়া বিজয়নগরের করদরাজ্যসমূহ অম্লত্রুমণ করিতে লাগিল। তখন তিরুমাল পলাইয়। আসিয়া মজুরায় আশ্রয় লইলেন । শেষে তিনি গোলকগুীর মুসলমানরাজের সহিত যোগ দিয়া মহিমুর ও বিজয়নগরাধিকৃত অবশিষ্ট রাজ্য আক্রমণ করিতে লাগিলেন। মহিমুর-রাজ উদৈরার তিরুমলের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ লইবার জন্ত তিরুমলকে আক্রমণ করিলেন । ভীষণ যুদ্ধের পর জয়লক্ষ্মী ( ১৬৫৯ খৃষ্টাব্দে ) মক্কুরীরাজের অঙ্কশারিনী হইল। কিন্তু ঐ বর্ষেই তিরুমাল ইহলোক পরিত্যাগ করিলেন । তিরুমলদেব, বিজয়নগরের একজন প্রসিদ্ধ রাজা। স্থবি খ্যাত রামরাজের ভ্রাতা । বিজয়নগরের নানাস্থান হইতে তিরুমলের সময়ে উৎকীর্ণ শিলালিপি আবিষ্কৃত হুইরাছে, তৎপাঠে জানা যার, তালিকোটের যুদ্ধে রামরাজের অধঃপতন ঘটিলে তিরুমলই বিজয়নগর-রাজবংশের প্রাধান্ত লাভ করেন এবং পেস্ত্রকোও নামক স্থানে রাজধানী স্থানান্তরিত रुtग्नन । हेनि ०८७० इहेष्ठ »«१२ श्रृंहेाक्ष १éीख ब्रांछद्भ করিয়াছিলেন। তাছার মৃত্যুর পর তাহার জ্যেষ্ঠ পুত্র শ্রীরঙ্গ রাজা হন । তিরুমলপুরমূ, এই স্থান উত্তর আন্ধকাড়, জেলার বালাজা পেট তালুকের মধ্যে পুরে রেলষ্টেসনের ২• ক্রোশ উত্তরে অবস্থিত। এখানে এক অতি প্রাচীন স্তর বিষ্ণুমন্দির ও তাহাতে শিলালিপি খোদিত আছে। এই নামে তিন্নেবেলি জেলাতেও এক প্রাচীন স্থান আছে, তাছা তিন্নেবেলি সন্থর ছইতে ৬ ক্রোশ উত্তরপশ্চিমে মথস্থিত। এই গ্রামের নিকটেই এক বৃহৎ প্রস্তরনিৰ্ম্মিত অট্টালিকার ভগ্নয়শেষ পড়িয়া আছে। তিরুমালকাতামৃকোট্রৈ, মহরাজেলাস্ক রামমাদের ১৭ ক্রোশ পশ্চিমে অবস্থিত একটী গ্রাম। এখানে অতি সুন্দর VIII [ s१ ] 6: তিরুবঙ্কোর عبر छाकब्रटेनभूशाडूक ७क शृब्राऊन शिक्यमिज cथोग्निल णिनि श्रां८ह । তিরুমুকুড়ল, ত্রিশিরাপল্লীস্থ কুলিঙ্কলয় সহরের ৮ ক্রোশ ।

  • क्रिाय फाभग्नांयशैौ \e कीtब्रहौ नईौद्ध गङ्गाभा निझछे ५हे भूगाहांन अवशिष्ठ ।। ७षांमकब्र कठिभांफ्रेंौन नित्रमकिtब्र বিস্তর খোদিতলিপি অাছে। তিরুমুরুগম্পুণ্ডি, কোএৰাতোয় জেলায় তিরুপুর রেল ষ্টেলনের ২ ক্রোশ উত্তরপশ্চিমে এই স্থান অবস্থিত। এখানকায় ছুইটী প্রাচীন দেবমন্দিরে কতকগুলি শিলালিপি খোদিত আছে। তিরুমুর্ভিকোবিল (ত্রিমূমিলিয়) কোএম্বাতোর জেলা একট প্রাচীন গ্রাম। অক্ষা ১০°২৭′উ, দ্রাঘি" ৭৭°১২′ পূঃ। এখানে একাধারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিমূৰ্ত্তির এক সুন্দর ও বৃহৎ মন্দির আছে, তজ্জন্য এই স্থান খ্যাত ও স্থলপুরাণে ইহার মাহাত্ম্য বর্ণিত আছে। এখানে প্রতি রবিবারে যাত্রীর সমাগম হয় ।

দেবতার বার্ষিক উৎসবের সময় এখানে সহস্ৰ সহস্ৰ লোক আসিয়া থাকে । এখানকার সহস্রস্তম্ভমওপ দেখিবুীর জিনিস। ইহার পাশেই পাহাড় । খানিকট পাহাড় ঢলিয়া পড়িয়াছে, তাহাতে অতিমুন্দর খোদকশৰ্য্য ও বিষ্ণুপদচিহ্ন जूछे श्छ । তিরুমোকুর, এই স্থান মদুরাজেলায় মন্ডুরাসহর হইতে ২ ক্রোশ দক্ষিণপশ্চিমে অবস্থিত । এখানে অতি প্রাচীন শিবমন্দির ও বিষ্ণুমন্দির আছে, উভয় মন্দিরেই অনেকগুলি খোদিতলিপি দেখা যায়। একখানি শিলাফলকে লিথিত আছে, ১৬২২ শকে দলবায় সেতুপতি এখানকার শিবমন্দির সংস্কার করেন। তিরুবন্ধরৈ, দক্ষিণ আরূকাড়, জেলায় বিম্বপুর সহরের ৬ ক্রোশ উত্তরপশ্চিমে এই স্থান অবস্থিত। এখানে এক প্রাচীন শিবমন্দির আছে । এই মন্দিরে এক গোপুরও আছে, তাহার চতুর্দিকে নানারূপ খোদিত লিপি আছে। এই মন্দির বেলুরের জনৈক রাজকর্তৃক নিৰ্ম্মিত বলিয়া ७थयॉल उमाँ८छ् । 影 তিরুবঙ্কোর, এই স্থান ত্রিবাৰুড় রাজ্যের মধ্যে পদ্মনাভ তীর্থের ৪ ক্রোশ উত্তরপশ্চিমে অবস্থিত। এখানে তামিল অক্ষয়ের শিলালিপিযুক্ত দুই প্রস্তরস্তম্ভ ও সিীরক খৃষ্টানদিগের একট প্রাচীন গির্জা আছে। পূৰ্ব্বে এ অঞ্চলে এক কুপ্রখ ছিল যে, উচ্চ শ্রেণীর হিন্দুরমণীগণ কোন নির্দিষ্ট দিনে প্লখের বাহির হইলেই পুলিয়ার নামক নীচ দাস জাতি प्रकjशष्ट्रक पब्रिग्ना व्णदेब्रा पाहेछ । ७५ांनकtब्र ५ष५iनि शिलl یافتrrته \O তাহাতে